বিদায়ের আগে একটি ভালো নির্বাচন দেখে যেতে চান মাহবুব তালুকদার
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২২, ১৩:৪৯ | আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৫৪
বিদায়ের আগে একটি ভালো নির্বাচন দেখে যেতে চান নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। রোববার (১৬ জানুয়ারি) দুপুরে নারায়নগঞ্জ সিটি নির্বাচনের ভোট কেন্দ্র পর্যবেক্ষণে গিয়ে একথা জানান তিনি।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোট কেমন হচ্ছে এ ব্যাপারে কোনো কথা আমি এখন বলবো না। সময়টা শেষ না হওয়া পর্যন্ত ভোটের কোনো কিছু আমি বলতে পারি না, বলবো ভোটের টাইমটা উত্তীর্ণ হওয়ার পর। ভোট যত বেশি কাস্ট হবে আমি তত খুশি। আমাদের বিদায়লগ্নে একটি ভালো নির্বাচন দেখতে চাই। যার জন্য আমি আজ এখানে এসেছি।
মাহবুব তালুকদার বলেন, নির্বাচন সম্পর্কে আমার চেয়ে সাংবাদিকরা ভালো জানেন। আমি তো একদিন এসেছি, গণমাধ্যমকর্মীরা দীর্ঘদিন ধরে এটা দেখছেন, পর্যবেক্ষণ করছেন। কোনো ধরনের সমস্যা থাকলে আপনারা (মিডিয়া) জানান। আমি এখন যদি কিছু বলি সেটা খণ্ডচিত্র হবে।
এসময় প্রার্থীদের এজেন্টদের কাছে মাহবুব তালুকদার তাদের কোনো ধরনের অসুবিধা হচ্ছে কি না, সে বিষয়ে জানতে চান। জবাবে এজেন্টরা ইভিএমসহ ভোটের বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো অভিযোগ নেই বলে জানান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত