বিজয় দিবসে বজ্রযোগিনীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২২, ১৮:০০ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ১৮:২৩
মহান বিজয় দিবস উপলক্ষে মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নে স্বরেশ্বতী যুবসমাজ কল্যাণ সংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে স্বরেশ্বতী যুবসমাজ কল্যাণ সংঘের আয়োজনে সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত কার্যালয়ে মেডিসিন, ডায়াবেটিস, রক্তের গ্রুপ নির্নয়, হেপাটাইটিস বি ভাইরাস পরিক্ষা, জন্ডিস পরিক্ষাসহ বিভিন্ন বিষয়ে প্রায় ৩ শত অসহায়, দরিদ্র রোগীকে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়।
পাশাপাশি তাদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। ফ্রি চিকিৎসা নিতে সকাল থেকে আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ ভিড় করেন। স্বরেশ্বতী আদর্শ যুবসমাজ কল্যাণ সংঘের সভাপতি ও মোহনা টিভি মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মোহাম্মদ সুজন এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক রাজন দেওয়ান এর সঞ্চালনা।
এসময় উপস্থিত ছিলেন সুরক্ষা ডায়াগনস্টিক এন্ড ফিজিওথেরাপী পরিচালক মোঃসাইফুল ইসলাম (সোহাগ), বিশিষ্ট সমাজ সেবক মাহামুদুর হাসান সাদী আরো উপস্থিত ছিলেন সাংবাদি শামসুল হুদা হিটু,সাবেক মেম্বার রুহুল আমিন বাবুল, হাজী মালেক পাইক , আব্দুল রহমান দেওয়ান,জসিম দেওয়ান,জামাল দেওয়ান,আনিস দেওয়ান,রহিম ,সোহাগ হাওলাদার, ওমর পাইক, , আলী হোসেন পাইক, শাহাদাৎ, নাদিম,রাব্বি প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত