বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩ মে ২০২১, ০৮:৩৫ |  আপডেট  : ৫ মে ২০২৪, ১৫:৪৫

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী গাড়ির ওপর হামলা হয়েছে। হিন্দুস্থান টাইমস বরাতে জানা গেছে, সভা থেকে ফেরার সময় তৃণমূল কর্মীরা তার গাড়ি ঘিরে ধরে বলে অভিযোগ করে শুভেন্দু।

শুভেন্দু অধিকারীকে ঘেরাও করে তারা বিক্ষোভ করেন বলে দাবি বিজেপির। এ নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। এতে ক্ষতিগ্রস্থ হয়েছে শুভেন্দু অধিকারীর গাড়ি। রবিবার (২ মে) সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া মহকুমা শাসকের দফতরের সামনে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী।

রাত ১২ টার এক টুইটবার্তায় তিনি বলেন, বাংলায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল। আজ হলদিয়ায় আমার গাড়ি লক্ষ্য করে হামলা চালায় তৃণমূল দুষ্কৃতীকারীরা।পাথর ছুঁড়ে গাড়ির কাচ ভাঙ্গার চেষ্টা করা হয়। একজন জনপ্রতিনিধি হয়েও যদি এমন ঘটনার সম্মুখীন হতে হয়, তাহলে বাংলার সাধারন মানুষের সুরক্ষা কোথায়?

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত