বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনকে মাদারীপুর পৌরসভার নাগরিক সংবর্ধণা 

  শফিক স্বপন মাদারীপুর 

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২২, ১৯:২২ |  আপডেট  : ১৬ মার্চ ২০২৪, ২৩:২১

বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনকে মাদারীপুর পৌরসভার আয়োজনে নাগরিক সংবর্ধণা প্রদান করা হয়েছে।শনিবার দুপুরে মাদারীপুর পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে এ সংবর্ধণা দেয়া হয়। হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান মাদারীপুরের কৃতি সন্তান এসএম মাসুদ হোসাইন দোলন।মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জণ ডা. মুনীর আহম্মদ খান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার চাই্লাউ মারমা,সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম বাবু চৌধুরী, মুক্তিযুদ্ধকালীন খলিল বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান,পৌরসভার সচিব ফিরোজ আহমেদ,জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম কিবরিয়া, পৌরসভার কাউন্সিলর,সাংবাদিকসহ অনেকেই।

এসময়ে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন এবং  বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলের শুভেচ্ছা জানান। প্রসঙ্গত, ৩১ জুলাই সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট এসএম মাসুদ হোসাইন দোলনসহ সারাদেশের ১১জন অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। তারা আগামী দুইবছর অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত