বালুখেকো সেলিম খানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

  নিউজ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২, ১৯:১৬ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ১০:০৩

সেলিম খান। চাঁদপুরের ‘বালুখেকো’ চেয়ারম্যান নামে যিনি পরিচিত। আট বছর ধরে নদী থেকে ইচ্ছেমতো বালু তুলছেন ইউপি চেয়ারম্যান সেলিম খান। জবাবদিহি করতে হয় না তাকে।

চাঁদপুর জেলার সংশ্লিষ্ট একাধিক সূত্র জানা যায়, জনস্বার্থে নৌপথ সচল করার কথা বলে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে বাণিজ্যিক উদ্দেশ্যে বালু তুলছেন সেলিম খান। বর্তমানে ছোট ও বড় প্রতিটি ড্রেজার দিয়ে দিনে ২০ থেকে ৪০ হাজার ঘনফুট বালু ও মাটি তোলা হচ্ছে। প্রতিটি ড্রেজারে ২০ হাজার ঘনফুট তোলা হলে ২০০ ড্রেজারে দিনে বালু উঠছে ৪০ লাখ ঘনফুট।ো মাসে তোলা হচ্ছে ১২ কোটি আর বছরে ১৪৪ কোটি ঘনফুট বালু।

ড্রেজার ও বালুর ব্যবসার সঙ্গে সম্পৃক্ত একাধিক ব্যক্তি জানা যায়, পদ্মা ও মেঘনা নদী থেকে তোলা বালু বর্তমানে প্রতি ঘনফুট বিক্রি হচ্ছে আড়াই থেকে তিন টাকা। আড়াই টাকা হিসাবে দুই নদী থেকে দিনে এক কোটি টাকার বালু বিক্রি হচ্ছে। এ হিসাবে মাসে বালু বিক্রি হচ্ছে ৩০ কোটি টাকার। বছরে এই টাকার পরিমাণ দাঁড়ায় ৩৬০ কোটিতে। ২০১৫ সাল থেকে এই টাকার একটি কানাকড়িও সরকারের ঘরে যাচ্ছে না। গত আট বছরে কমবেশি ২ হাজার ৮৮০ কোটি টাকা সেলিম খানের পকেটে ঢুকেছে।

চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান ও শাপলা মিডিয়া প্রযোজনা সংস্থার মালিক এই  সেলিম খানের বিরুদ্ধে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাশাপাশি সেলিম খানের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৬ এপ্রিল) মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস এ আদেশ দেন। আদেশে সেলিম খানকে ৬০ দিনের জন্য বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা  প্রদান করে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত