বার্নলিকে উড়িয়ে শীর্ষ চারে লিভারপুল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২১, ১০:১৫ |  আপডেট  : ২৩ নভেম্বর ২০২৪, ১৯:৫৮

চ্যাম্পিয়নস লিগের আগামী মৌসুমে খেলার দৌড়ে বেশ খানিকটা পথ এগিয়ে গেল লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রাতে বার্নলির মাঠে ৩-০ গোলের জয় তুলে নেয় ইয়ুর্গেন ক্লপের দল। প্রথমার্ধে রবার্তো ফিরমিনোর গোলের পর দ্বিতীয়ার্ধে লিভারপুলকে আরও দুটি গোল এনে দেন ন্যাট ফিলিপস ও অ্যালেক্স অক্সালেড চেম্বারলিন।

এই জয়ে লিগ টেবিলের শীর্ষ চারে উঠে এল লিভারপুল। ৩৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে চারে গতবারের চ্যাম্পিয়নরা। সমান ম্যাচে লিভারপুলের সমান ৬৬ পয়েন্ট নিয়ে পাঁচে লেস্টার সিটি। লিভারপুল (২৪) লেস্টারের (২০) সঙ্গে ৪ গোল ব্যবধানে এগিয়ে উঠে এসেছে শীর্ষ চারে। লিগে নিজেদের শেষ ম্যাচে লিভারপুল ও লেস্টার জিতলে গোল ব্যবধান গুরুত্বপুর্ণ হয়ে দাঁড়াবে।

বার্নলি টেবিলে ১৭তম দল হলেও গতি ও আক্রমণাত্বক ফুটবলে বড় দলকে অস্বস্তিতে রাখতে পারে। খেলা শুরুর পর থেকেই এই অস্বস্তিতে ভুগেছে ট্রেন্ট আলেক্সান্দার আর্নল্ড, ন্যাট ফিলিপস ও উইলিয়ামসকে নিয়ে গড়া ক্লপের রক্ষণভাগ। ১০ মিনিটের মধ্যে দুটি সুযোগ কাজে লাগাতে পারেনি বার্নলি।

লিভারপুল একটু গুছিয়ে ওঠার পর বার্নলির তুলনায় বেশি গোলের সুযোগ পেয়েছে। বক্সের আশপাশ থেকে ফিনিশিংয়ের সমস্যায় ভুগেছেন সাদিও মানে ও মোহাম্মদ সালাহ। বক্সের বাইরে ভালো পজিশন থেকে নেওয়া শটে থিয়াগো আলকান্ত্রাও লক্ষ্যভেদ করতে পারেননি। 

৪৩ মিনিটে অ্যান্ডি রবার্টসন ও মানের সমণ্বয় থেকে গোল আদায় করে নেন ফিরমিনো। বাঁ প্রান্ত থেকে রবার্টসনের ক্রস পেয়ে জোরালো শটে গোল করেন ব্রাজিলিয়ান। লিভারপুলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে বার্নলির মাঠে টানা তিন ম্যাচে গোল করলেন ফিরমিনো।

বিরতির পর বার্নলির খেলার ধার কমেনি। খেলা ‍শুরুর পরই লিভারপুল গোলরক্ষক আলিসন বেকারের পরীক্ষা নেন বার্নলি ফরোয়ার্ড ক্রিস উড। লিভারপুল ৫২ মিনিটে দ্বিতীয় গোল পায় মানের ক্রস থেকে। হেডে লিভারপুলের হয়ে প্রথম গোলের দেখা পান ফিলিপস।

ফিরমিনোর বদলি হয়ে নামা চেম্বারলিন ৮৮ মিনিটে লক্ষ্যভেদ করে লেস্টারকে গোল ব্যবধানের হিসেবে আরও অস্বস্তিকর অবস্থায় ফেলে দেন। চার্লি টেলরকে ফাঁকি দিয়ে জোরালো শটে গোলটি করেন তিনি। 

বার্নলি বিরতির পরও লিভারপুলকে মাঝে-মধ্যেই চাপে ফেলেছে। ক্রিস উড প্রায় পুরো ম্যাচেই পরীক্ষা নিয়েছেন লিভারপুল রক্ষণের। রোববার নিজেদের শেষ ম্যাচে ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে লিভারপুল।

রাতে অন্য ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ৩-১ গোলে হারায় আর্সেনাল। অ্যাস্টন ভিলার কাছে ২-১ গোলে হেরেছে টটেনহাম। ৩৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে টেবিলে নবম আর্সেনালে। তাদের সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে সাতে টটেনহাম।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত