বাপুস রংপুর জেলা শাখার বার্ষিক সাধারন সভা  

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২২, ১৯:৫০ |  আপডেট  : ২৭ এপ্রিল ২০২৪, ০৫:৪১

বিজ্ঞানমনস্ক জাতি গঠনে বাপুস প্রতিশ্রুতিবদ্ধ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) রংপুর জেলা শাখার বার্ষিক সাধারন সভা ২০২১ রবিবার শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বাপুস রংপুর জেলা শাখার সভাপতি আলহাজ¦ আমির আজম চৌধুরী বাবু এর সভাপতিত্বে বার্ষিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাপুস কেন্দ্রীয় কমিটির পরিচালক ও নীতিমালা বাস্তবায়ন কমিটির আহবায়ক কাজী জহুরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিচালক কেন্দ্রীয় কমিটি ও সদস্য সচিব সাংগঠনিক কমিটি গোলাম এলাহী যায়েদ, পরিচালক মোঃ জয়নুল ইসলাম, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বাপুস রংপুর জেলা শাখার সাধারন সম্পাদক ও পরিচালক কেন্দ্রীয় কমিটি একেএম রেজাউল করিম। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বাপুস নীলফামারী জেলা শাখার সভাপতি ওয়ালিউল্লাহ, কুড়িগ্রাম জেলা শাখার সাধারন সম্পাদক আল আমিন, রংপুর জেলা শাখার সাবেক সভাপতি মঞ্জুরুল হক রাকু, সাবেক আহবায়ক জাহাঙ্গির আলম, বক্তব্য রাখেন সহ সভাপতি মোস্তাফিজার রহমান, রংপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম ফিরোজ, কোষাধ্যক্ষ শ্যামল সরকার, সদস্য ও সাবেক পরিচালক দুলাল সরকার, বাপুস কাউনিয়া উপজেলা শাখার সভাপতি ও জেলা কার্যনির্বাহী সদস্য সারওয়ার আলম মুকুল, সাধারন সম্পাদক হুমায়ুন কবীর খোকন, হারাগাছ শাখার সম্পাদক আহসান হাবীব হিরু, পীরগাছা উপজেলা শাখার সভাপতি আঃ জব্বার, সম্পাদক খোরশেদ কবির বাবুল, পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম, মিঠাপুকুর উপজেলা শাখার সম্পাদক মোঃ কামরুজ্জামান, গংগচরা উপজেলা শাখার সাধারন সম্পাদক আখরুজ্জামান, বাপুস রংপুর জেলা শাখার নীতিমালা বাস্তবায়ন কমিটির আহবায়ক জাহাঙ্গিও আলম মিন্টু, সদস্য সচিব মোশারফ হোসেন মনি প্রমূখ। সভায় সমিতির প্রায়ত সদস্যদেও আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সভায় প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি মিলে বাপুস রংপুর জেলা শাখার স্মরনিকা পুস্তক এর মোরক উম্মোচন করা হয়। কোষাধ্যক্ষ শ্যমল সরকার বার্সিক সভায় সমিতির আয় ব্যায় হিসাব উপস্থাপন করেন। দীর্ঘদিন পর বাপুস রংপুর জেলা শাখার বার্ষিক সাধারন সভায় জেলা ও উপজেলা প্রায় তিন শতাধিক সদস্য অংশ গ্রহন করে। বার্ষিক সাধারন সভা যেন প্রকাশক ও বিক্রেতাদের মিলন মেলায় পরিনত হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত