বাণিজ্যমন্ত্রীর এলাকা কাউনিয়ায় ৩লাখ মানুষের জন্য ২৮০০ কম্বল

  সারওয়ার আলম মুকুল

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ১৪:২৮ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ১৮:৪৪

দিন-রাত হাড় কাপানো শীতের তীব্রতায় নিরুপায় হয়ে পড়েছে রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা পারের চরাঞ্চলের মানুষসহ নিম্ন আয়ের মানুষ। বাণিজ্যমন্ত্রীর এলাকা কাউনিয়ায় উপজেলা ৩ লক্ষ্যাধিক মানুষের জন্য বরাদ্দ পেয়েছে ২৮০০ কম্বল। বাণিজ্যমন্ত্রীর এলাকায় হাঁড় কাঁপানো শীতের তীব্রতায় দরিদ্র নিম্ন আয়ের ছিন্নমূল মানুষের দিশেহারা হয়ে পড়েছে। সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, তিস্তা পারের মানুষ গুলোর এখন আর খাবার আর্তনাদ তেমন নেই, আছে অতিতের কষ্ট থেকে শীতের আর্তনাদ। তিস্তা পারের দারীদ্রক্লীষ্ট ঢুষমারা চর, গদাই চর, চর সাব্দী, গোপিডাঙ্গা চর, প্রাণনাধ চর, চর গনাই, বিশ্বনাথ চর, হায়বৎখাঁ চর, চর নাজিরদহসহ উপজেলার গ্রামগুলোতে শীতকষ্টের একই চিত্র। 

রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে রংপুর বিভাগে তামমাত্রা কমতে থাকবে এবং আবারও শৈতপ্রবাহের সম্ভবনা রয়েছে। তিস্তা নদীর কোল ঘেঁষা কাউনিয়া উপজেলার ৮৩টি গ্রামের ২০টি গ্রামই হলো তিস্তার চরাঞ্চল। চরাঞ্চলের ওই সব মানুষের সুখ-দুঃখ গাঁথা কথা কেউ শোনার নেই। প্রাপ্ত তথ্য সূত্রে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবিব সরকার জানান প্রাপ্ত ২৮০০ কম্বল বিতরন করা হয়েছে এবং আরও প্রাপ্তীর জন্য জেলা অফিসে চাহিদা পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন জানান, ইতোঃ মধ্যে বরাদ্দ পাওয়া কম্বল গুলো ৬ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যমে বিতরণ করা হয়েছে। ভুক্তভোগীরা বলছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নির্বাচনি এলাকা কাউনিয়ায় ৩লাখ মানুষের জন্য মাত্র ২৮শ কম্বল যা চাহিদার তুলনায় অপ্রতুল। শীতার্ত মানুষ গুলো শীতবস্ত্রেও দাবী জানিয়েছে। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত