বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের মা আর নেই

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২১, ২১:১৬ |  আপডেট  : ১২ মে ২০২৫, ১১:৩২

বাগেরহাট জেলা যুবলীগের আহবায়ক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নিরাপদ সড়ক চাই, বাগেরহাট জেলা শাখার উপদেষ্টা সরদার নাসির উদ্দিনের মা কুলসুম বেগম আর নেই। শনিবার (২৬ জুন) ভোর ৬টায় খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি ৬ ছেলে, তিন মেয়ে, নাতী-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।শনিবার জোহরবাদ খারদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হবে।

উপজেলা চেয়ারম্যানের মায়ের মৃত্যুতে বাগেরহাট-২ (কচুয়া ও সদর) আসনের সংদস্য শেখ তন্ময় গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এদিকে বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, বাগেরহাট জেলা আওয়ামী লীগ, বাগেরহাট সদর উপজেলা প্রশাসন, বাগেরহাট প্রেসক্লাব, নিরাপদ সড়ক চাই, বাগেরহাট জেলা শাখা, বাগেরহাট জেলা যুবলীগ, জেলা তাতীলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত