বাগেরহাট সংবাদ

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ৬ এপ্রিল ২০২৩, ১০:৪৬ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ০১:৪৫

বাগেরহাটে বাজার মূল্য নিয়ন্ত্রণে যৌথ অভিযান

বাগেরহাট পবিত্র মাহে রমজানে নিত্য পন্যের মূল্য স্বাভাবিক রাখতে বাজারে জেলা প্রশাসন ও র্যা ব যৌথ অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার [০৪ এপ্রিল] বিকেলে বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফুল ইসলামের নেতৃত্বে বাগেরহাট খানজাহান আলী মাজার মোড় বাজার ও শহরের প্রধান বাজারে অভিযান চালানো হয়। এসময় মাজার মোড়ের বাজারে বাটখাড়ার ওজন কম থাকায় দুই মাছ ব্যবসায়ী ও এক তরমুজ ব্যবসায়ীকে ৫‘শ টাকা করে জরিমানা করা হয়। পরে বাগেরহাট শহরের প্রধান বাজারের মুদি, ফল, মাছ ও কাঁচা বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন পন্যের গুনগত মান ও দাম পরীক্ষা করা হয়। মূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও র্যা বের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। অভিযানের সময়, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রুবাইয়া তাছনিম, সহকারি কমিশনার রাকিব হাসান চৌধুরী, র্যা ব কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ রাসেল, জেলা বাজার কর্মকর্তা মোঃ সুজাত খান, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বাগেরহাটের সহকারি পরিচালক মোঃ আব্দুল্লাহ আল ইমরানসহ র্যা ব সদস্যরা উপস্থিত ছিলেন। বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম বলেন, রমজানে নিত্য পন্যের মূল্য স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হয়ে থাকে। তার অংশ হিসেবে আমরা যৌথভাবে অভিযান পরিচালনা করেছি। সতর্ক করার পাশাপাশি আমরা তিন ব্যবসায়ীকে জরিমানা করেছি। নাগরিকদের সুবিধার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

বাগেরহাটে মহিলা পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

“অন্তর্ভুক্তি মূলক সংগঠন গড়ে তুলি, নতুন সমাজ বিনির্মান করি” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে মহিলা পরিষদের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষে মঙ্গলবার [০৪ এপ্রিল] বিকেলে মহিলা পরিষদ বাগেরহাট জেলা শাখার আয়োজনে বাগেরহাট প্রেসক্লাবের সামনে থেকে এক র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে মহিলা পরিষদ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা পরিষদ বাগেরহাট জেলা শাখার সভাপতি সীতা রানী দেব নাথের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, বিশিষ্ট্য শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা [ওসি] কেএম আজিজুল ইসলাম, মহিলা পরিষদ বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক রিজিয়া পারভীন, আইনজীবী মিলন কুমার ব্যানার্জী, শিক্ষক রবীন্দ্রনাথ মুখার্জী প্রমুখ। আলোচনা সভায় মহিলা পরিষদের সদস্য ও নারী নেত্রীরা অংশগ্রহন করেন।

বাগেরহাটে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের সভা 

বাগেরহাটে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার [০৪ এপ্রিল] দুপুরে বাগেরহাট সদর উপজেলা শিক্ষা অফিসার রুহুল কুদ্দুস তালুকদারের সভাপতিত্বে শিক্ষা অফিসে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, সচেতন নাগরিক কমিটি [সনাক]‘র শিক্ষা বিষয়ক উপ-কমিটির আহবায়ক প্রফেসর চৌধুরী আব্দুর রব, সদস্য ফিরোজা নাসরিন ডলি, এফ, এম, মোস্তাফিজুল হক, সহকারি উপজেলা শিক্ষা অফিসার শেখ মোস্তাকিম বিল্লাহ, প্রভাত হালদার, মোসা. রাজিনা খানম, আবুল কালাম আজাদ প্রমুখ। সভায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ, শিক্ষক নিয়োগ, ওয়াশব্লক তৈরি ইত্যাদি ছাড়াও আরো নতুন দুটি শিক্ষা প্রতিষ্ঠানে সনাকের কাজ করার বিষয়ে আলোচনা করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত