বাগেরহাট রেলওয়ে জামে মসজিদ কমিটি গঠন     

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২২, ১৯:১১ |  আপডেট  : ২৯ মার্চ ২০২৪, ০৮:২৭

বাগেরহাট শহরের প্রান কেন্দ্র ঐতিহ্যবাহী রেলওয়ে জামে মসজিদ কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার (১৬,১২,২২) জুম্মাবাদ রেলওয়ে মসজিদ কমিটি গঠন গঠন উপলক্ষে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্জ শেখ কাইজার হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলহাজ্জ তালুকদার এ বাকীর সঞ্চালনায় মেয়াদ উত্তির্ন কমিটি বিলুপ্ত ঘোষনা করে নতুন কমিটি গঠন করা হয়।এলাকার কয়েক শত মুসল্লীর মতামতের ভিত্তিতে সর্ব সম্মর্তিক্রমে সরদার ফারুক আহমেদ মনিকে সভাপতি সাবেক সহসভাপতি সাংবাদিক মোল্লা আব্দুর রবকে  সাধারন সম্পাদক ও এ্যাড: শেখ শরিফুল ইসলাম ঠান্ডুকে কোষাধ্যক্ষ করে ৪৫ সদস্য বিশিষ্ট একটি পুনাঙ্গ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যন্যেরা হলেন,সহসভাপতি শেখ কামাল উদ্দিন,শাহনেওয়াজ মোল্লা দোলন,তালুকদার আজমল কবির,আ স ম  কামরুজ্জামান কামাল, ডা: লুৎফুল কবির ,আলহাজ্জ আলামিন,আলহাজ্জ শেখ সাইদুর রহমান,শেখ নুরুল ইসলাম খোকা,মো: দেলোয়ার হোসেন,মো: আলতাফ মাহমুদ,আ: আলিম হাওলাদার,সহ সম্পাদক, রুহুল আমিন, খান,কাজী মহিতুজ্জামান মিল্টন ,মো: সোহাগ মীর, সাংগঠনিক সম্পাদক বাচ্চু পাহলান, মল্লিক আসাদুজ্জামান টুকু, মো: জাহিদ মৃধা, কোষাধ্যক্ষ ,এ্যাড: শরিফুল ইসলাম ঠান্ডু,সহকারী কোষাধ্যক্ষ ,মো: হাবিবুর রহমান, মো: আব্দুস সালাম, দপ্তর সম্পাদক কাজী তৈহিদুল ইসলাম, মো: খোকন মাতুব্বর,প্রচার সম্পাদক,মো: ছবদার আলী হাওলাদার। এছাড়াও নির্বাহী সদস্যরা হলেন, সৈয়দ মোসাদ্দেক আলী বুলগান, আ: মজিদ হাওলাদার, নকিব আসাদুজ্জামান,রুস্তুম শিকারী,মো: টুটুল কাজী, মো: খালিদ হোসেন,মো: রফিকুল ইসলাম, মো: বরকত আলী মৃধা, চৌধুরী  হারুনর রশীদ, ডা: মো: লিমন,মো: সাইফুল ইসলাম হাওলাদার,সরদার খাইরুল ইসলাম, মো: মাহাবুবুল ইসলাম, মো: সিদ্দিকুর রহমান তালুকদার,মো: শাহাদাৎ মৃধা,এস এম,উজায়ের আহম্মেদ,হাওলাদার মনিরুজ্জামান,ডা: আ: আজিজ,ফকির জয়নুল আবেদীন,গাজী হুমায়ুন কবির,আলহাজ্জ ওলিউল ইসলাম লাভলু,মল্লিক কামরুজ্জামান,রাসেল হাওলাদার সুমন।এছাড়াও বাগেরহাট পৌর সভার মেয়র খান হাবিবুর রহমান,আলহাজ্জ তালুকদার এ বাকী,শেখ কাইজার হোসেন,সরদার সেলিম আহম্মেদএ্যাড: মল্লিক মোয়াজ্জেম হোসাইন,খন্দকার ইয়াকুব আলী ও ডা: এস এম কাইউমকে উপদেষ্টা পরিষদ এর সদস্য নির্বাচিত করা হয়।

সভায় রেলওয়ে মসজিদ এর উন্নয়নে বিভিন্ন উন্নয়ন মুলক সিদ্বান্ত গৃহিত হয়।সভা শেষে বিশেষ দোয়া মিষ্টান্ন বিতরন করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত