বাগেরহাটে ৭ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

  বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩, ১৯:১০ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ১০:১১

বাগেরহাটের ফকিরহাটে ৭কেজি গাঁজাসহ মোঃ নোমান সরদার (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে উপজেলার বিশ্বরোড মোড় বাসস্ট্যান্ড সংলগ্ন রুপসী বাংলা হোটেলের সামনে থেকে এই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ী মোঃ নোমান সরদার রামপাল উপজেলার পাটিয়া গ্রামের আব্দুল্লাহ সরদারের ছেলে। র‍্যাবের দাবি তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। আটকের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক ফকিরহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক মিডিয়া তারেক আনাম বান্না বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাটের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মোঃ নোমান সরদার নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ৭ কেজি গাজা উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক মাদক ব্যবসায়ীকে ফকিরহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত