বাগেরহাটে ৩৪ জন জমি মালিককে ক্ষতিপূরণের চেক প্রদান

  স্টাফ রিপোটার,বাগেরহাট

প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৩, ১৪:৩২ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ১০:১০

বর্তমান সরকারের উন্নয়নমূলক মেগা প্রকল্পের জমি অধিগ্রহণে অর্থ-লুটপাট নিয়ে আলোচিত বাগেরহাট জেলা প্রশাসন এবার ৩৪ জন জমি মালিককে আনুষ্ঠানিকভাবে ক্ষতি পূরনের চেক প্রদান করেছে। ১১টি উন্নয়ন প্রকল্পের জন্ অধিগ্রহণ করা জমির ৩৪ জনমালিককে সোমবার (২ জানুয়ারি) বেলা ১১টায় ক্ষতিপূরণের মোট ৪ কোটি ৫০ লাখ ৬৯ হাজার ৫৫১ টাকার চেক দেয়া হয়েছে।বাগেরহাটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জমি মালিকদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শাহিনুজ্জামান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হাফিজ আল আসাদ, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা রাশেদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হাফিজ আল আসাদ বলেন, শরণখোলা উপজেলার ৩৫/১ পোল্ডার এ উপকূলীয় বেড়িবাঁধ, রামপালের খানজাহান আলী বিমানবন্দর, খুলনা- মোংলা রেল লাইন, মোংলা বন্দরের ড্রেজিং প্রকল্প, পাওয়ার গ্রীড প্রকল্প, সমাজসেবা কার্যালয় নির্মান প্রকল্পসহ ১১টি প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত হন ৩৪ মালিক। তাদের হাতে ৪ কোটি ৫০ লাখ ৬৯ হাজার ৫৫১ টাকার চেক দেয়া হয়েছে। দুর্নীতিমুক্ত, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কোনো প্রকার হয়রানী ছাড়াই জমি অধিগ্রহনের চেক পেয়েছেন ক্ষতিগ্রস্তরা।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, উন্নয়ন প্রকল্পের জন্য জনগণের পৈত্তিক ভিটাবাড়ির জমি সরকারকে দিয়েছে। আমরা কোনো প্রকার হয়রানি ছাড়াই তাদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দিয়েছি। ক্ষতিপূরণের টাকা পাইয়ে দেয়ার জন্য যদি কোনো ব্যক্তি বা কর্মকর্তা ঘুষ দাবি করে তাহলে সরাসরি জেলা প্রশাসককে জানানোর অনুরোধ করেন তিনি। উল্লেখ্য, এর আগে এ সব প্রকল্পে জমি অধিগ্রহণে চরম অনিয়ম দুর্নীতিতে বাগেরহাট জেলা প্রশাসন আলোচিত হয়। যা মিডিয়ার প্রচার পায় এবং দুর্নীতি দমনে একটি মামলা হলেও অসংখ্য ক্ষতিগ্রস্তরা জমি দিয়েও অধিগ্রহণের অর্থ পায়নি। যা বিভিন্ন দফতরের অভিযোগ আকারে রয়েছে বলে একাধিক ক্ষতিগ্রস্ত জমি মালিক জানান।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত