বাগেরহাটে ২৪ ঘন্টায় আরও চার জনের মৃত্যু, আক্রান্ত ৫৬

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২১, ১৯:৫৬ |  আপডেট  : ৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৯

বাগেরহাটে গেল ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১১২ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। গেল ২৪ ঘন্টায় শনাক্তের হার দাড়িয়েছে ৫০ শতাংশে। এই নিয়ে বাগেরহাটে করোনা আক্রান্তের সংখ্যা দাড়াল ২ হাজার ৬৯২ জনে। মারা গেছে ৭০ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ১ হাজার ৮৪০ জন। বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৭৮১ জন। মঙ্গলবার (২২ জুন) দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এসব তথ্য জানিয়েছেন।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, বাগেরহাটে গেল ২৪ ঘন্টায় ১১২ জনের নমুনা পরীক্ষায় ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সেই হিসেবে শনাক্তের হার দাড়িয়েছে ৫০ শতাংশে। এই হার গেল কয়েক দিনের থেকে অনেক বেশি। এজন্য সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত