বাগেরহাটে ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩৫, মৃত্যু- ২
প্রকাশ: ৯ জুলাই ২০২১, ১৯:৪১ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৩
বাগেরহাটে গেল ২৪ ঘন্টায় ৪১০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছে ২ জন। এই নিয়ে জেলায় করোনা আক্রান্ত মোট ৯৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৪ হাজার ৪০৯ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৩ হাজার ৩৭ জন। বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও বাড়িতে করোনা আক্রান্ত ১ হাজার ২৭৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এসব তথ্য জানিয়েছেন। আক্রান্তদের মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ৫৮ জন, মোল্লাহাটে ৩৩, ফকিরহাটে ২২, মোড়েলগঞ্জে ৪, মোংলায় ৭, কচুয়ায় ৬ এবং শরণখোলায় ৫ জন রয়েছে।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, বাগেরহাটে গেল ২৪ ঘন্টায় ৪১০ জনের নমুনা পরীক্ষায় ১৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে।শতকরা হিসেবে শনাক্তের হার দাড়িয়েছে প্রায় ৩৩ শতাংশ। এটা সংক্রমণের হারের দিক থেকে কিছুটা কম। তবে পরিস্থিতি এখনও অনেক খারাপ। এই অবস্থায় জনগনকে আরও বেশি সতর্ক ও স্বাস্থ্যবিধি মানার আহবান জানান তিনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত