বাগেরহাটে ১০ লাখ পোনাসহ ৯ জেলে আটক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২২, ১৯:২৬ | আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ০১:৩৫
বাগেরহাটের মোংলায় আহরণ নিষিদ্ধ ১০ লাখ পাইস্যা মাছের পোনাসহ ৯ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক জেলেদের তিন হাজার টাকা করে জরিমানা করা হয় । বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে মোংলার পশুর নদীতে অভিযান চালিয়ে ট্রলারসহ এই পোনা জব্দ করা হয়। আটককৃতরা হলেন- মো. হোসেন (২৫), রবিউল ইসলাম (৩৪), মাসুদ হোসেন (৩২), আবু জাফর (২৭), হাবিব হোসেন (৪২), আল আমিন (২৭), কোহিনুর (৩৫), শাহিনুর রহমান (২৫) ও রেজাউল ইসলাম (৩২)।
আটককৃত জেলেদের বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলায়। গোপন সংবাদের ভিত্তিতে মংলার পশুর নদীতে অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় জেলেদের কাছ থেকে ১০ লাখ পাইস্যা মাছের পোনা জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক জেলেদের তিন হাজার টাকা করে জরিমানা করেন।
এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম, অফিস সহায়ক মো. সাইফুল ইসলাম ও অভিযান চালানো কোস্টগার্ডের সদস্যরা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত