বাগেরহাটে সামাজিক সচেতনতামূলক সভা
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২১, ১৮:৪৮ | আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১২:২২
“আসুন আমরা সবাই মিলে সুন্দর একটি সমাজ গড়ি” এইেস্রোগান নিয়ে বাগেরহাটে সামাজিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) বিকেলে বাগেরহাট সদর উপজেলার চিতলী বৈটপুর এলাকার উদ্দিনপন বদর সামছু বিদ্যা নিকেতন মিলনায়তনে সামছউদ্দিন-নাহার ট্রাষ্টের ব্যবস্থাপনায় এবং বেমরতা ইউনিয়ন পরিষদের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, বেমরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর। উদ্দিনপন বদর সামছু বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক দীপঙ্কর পালের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সামছউদ্দিন-নাহার ট্রাষ্টের চীফ ফ্যাসিলেটেটর সুব্রত কুমার মুখার্জী, স্থানীয় হাওলাদার সিদ্দিকুর রহমান, হাওলাদার কামরুজ্জামান বাচ্চু প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সমাজের নানা রকম সামাজিক ব্যাধি বাসা বেধেছে। যেসময় শিশু-কিশোরদের পড়াশুনার সময়, সেই সময় তারা নানা রকম অপরাধে জড়িয়ে পড়ছে। ৭ম-৮ম শ্রেণির শিক্ষার্থীরাও মাদকে জড়িয়ে পড়ছে। বাল্য বিবাহ, মাদক, কিশোর সন্ত্রাস, বিবাহ বহির্ভুত শারীরিক সম্পর্ক, বিবাহ বিচ্ছেদসহ নানা ধরণের অনাচার বাসা বেধেছে সমাজে। এসব অনাচারের বিরুদ্ধে আমাদের রুখে দাড়াতে হবে। সকলকে সচেতন হতে হবে। উপস্থিত সকলকে নিজের পরিবার ও সন্তান বিষয়ে খোজ খবর রাখার অনুরোধ করেন বক্তারা।
সভায় উদ্দিনপন বদর সামছু বিদ্যা নিকেতনের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা অংশগ্রহন করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত