বাগেরহাটে সাত ডেঙ্গু রোগী শনাক্ত
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২১, ১৯:১০ | আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ০৫:০৬
বাগেরহাটে অন্তত সাতজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে তিনজন বাগেরহাট সদর হাসপাতালে, দুইজন শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, চিতলমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি রয়েছে। চিকিৎসাধীণ রোগীরা ঢাকা থেকে বাগেরহাট এসেছেন। এদের বাড়ি বাগেরহাটের বিভিন্ন উপজেলায়। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বাগেরহাটে ডেঙ্গু মশার তেমন প্রকোপ নেই। রোগীও তেমন নাই। তারপরও প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও সদর হাসপাতালে ডেঙ্গু রোগীর জন্য আলাদা ওয়ার্ড রয়েছে। শনাক্ত রোগীদের আমরা প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছি। তাদের মাধ্যমে অন্যদের যাতে না ছড়াতে পারে সেজন্যও স্বাস্থ্য বিভাগ সতর্ক রয়েছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত