বাগেরহাটে শিক্ষা উপকরন বিতরণ

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২১, ১৮:৪৭ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৫:০৯

বাগেরহাটের কচুয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপরকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে সেভ দ্য চিলড্রেন এর আর্থিক সহায়তায় প্রদীপন এর উদ্যোগে কচুয়া উপজেলার বটতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৫৫ জন শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে এই উপকরন বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাত আলীর সভাপতিত্বে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কচুয়া উপজেলা শিক্ষা অফিসার মোসাঃ শামসুন্নাহার। 

বিশেষ অতিথি ছিলেন কচুয়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার সতীশ চন্দ্র মন্ডল ও মোঃ শাহীন হোসেন। এ সময়ে প্রদীপনের পক্ষে উপস্হিত ছিলেন ঋণ সমন্বয়কারী মনির হোসেন, এলাকা ব্যাবস্হাপক মানিক ভট্রাচার্য ছাড়াও মিডিয়া কর্মী এস এম আমিরুল হক বাবু ও সোহেল রানা বাবু সহ বিদ্যালয়ের শিক্ষক,ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, সুধী বৃন্দ্ব, শিক্ষার্থী সহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত