বাগেরহাটে রিকের উদ্যোগে শীত বস্ত্র বিতরন

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২২, ১৯:২০ |  আপডেট  : ২২ এপ্রিল ২০২৪, ১১:৫০

বাগেরহাটে বে-সরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) উদ্যোগে ও প্রবীণ কল্যান কর্মসূচির আওতায় প্রবীণদের মাঝে শতাধিক শীত বস্ত্র (কম্বল) বিতরন করা হয়। মঙ্গলবার সকালে (২০ ডিসেম্বর ) রিকের বাগেরহাট এরিয়া অফিসের হলরুমে প্রবীণ ইউনিয়ন কমিটির সভাপতি শেখ দেলোয়ার হোসেনের সভাপতিতে ও রিকের এরিয়া ম্যানেজার মোঃ ইনছান আলীর পরিচালনায় শীত বস্ত্র বিতরনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তর, বাগেরহাট এর সহকারী পরিচালক মোঃ মমিনুর রহমান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিকের জেড,এম (খুলনা জোন) মোঃ এমদাদুল হক, প্রবীণ সংঙ্গের আ লিক সমন্বয়কারী মোঃ ফারুক রহমান। বস্ত্র বিতরন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন রিকের বাগেরহাট সদর শাখার ম্যানেজার শেখ সোহেল রানা প্রবীণ ইউনিয়ন কমিটির সভাপতি আব্দুল আজিজ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে বে-সরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স    ইন্টিগ্রেশন সেন্টার (রিক) প্রবীণ কল্যান কর্মসূচির আওতায় প্রবীণদের বিভিন্ন ইউনিয়নের সংগঠনের সভাপতি ও সম্পাদকের মাঝে শতাধিক শীত বস্ত্র (কম্বল) বিতরন করেন। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত