দেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামার

বাগেরহাটে মহিষ প্রজনন খামারে ১৮ মহিষের রহস্যজনক মৃত্যু

  স্টাফ রিপোটার,বাগেরহাট-

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১৮:৩৪ |  আপডেট  : ২০ নভেম্বর ২০২৪, ২৩:০৫

বাগেরহাটে অবস্থিত দেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে ১৮টি মহিষের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে প্রজনন খামারের মাঠে মহিষগুলোর মৃত্যু হয়। কেন্দ্রের আরও তিনটি মহিষ অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এখন পর্যন্ত মহিষগুলোর মৃত্যু সম্পর্কে সঠিক কোনো কারণ জানাতে পারেনি কর্তৃপক্ষ।

দেশের উপকূলবর্তি এলাকায় উন্নত ও সংকর জাতের মহিষের প্রজনন ও আমিষের ঘাটতি পূরণের লক্ষে ১৯৮৪-৮৫ অর্থ বছরে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শুকদাড়া নামক স্থানে গড়ে ওঠে বাংলাদেশের একমাত্র মহিষ খামারটি । 

৮০ একর জমির উপর অবস্থিত এ মহিষ খামারটিতে বর্তমানে প্রায় ৩ শত মহিষ বিচরণ করলেও তাদের নিরাপত্তার জন্য বিচরিত এলাকায় নেই কোন সিমানা প্রাচির। মহিষ দেখভাল করা জন্য কয়েকজন কর্মচারির দুই যুগেও চাকরি স্থায়ী করণ হয়নি। পাশাপাশি পর্যাপ্ত জনবলের অভাবে ব্যাহত হচ্ছে খামারের স¦াভাবিক কর্মকান্ড।

মহিষ প্রজনন খামারের কর্মী আক্তার হোসেন বলেন, সকাল ৬টায় প্রজনন কেন্দ্রের শেড থেকে মহিষগুলো বাইরে বের করা হয়। ১০টার দিকে হঠাৎ দেখতে পাই কিছু মহিষ মাঠের ভেতর ছটফট করছে। এ সময় ১৮টি মহিষ সেখানে মারা যায়। আমরা দ্রুত সুস্থ মহিষগুলোকে শেডে ফিরিয়ে নিয়ে যাই।

বাগেরহাট জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডাক্তার মনোহর চ›ন্দ্র মন্ডল বলেন, মহিষের মৃত্যুর খবর পেয়ে দ্রুত প্রজনন খামারে ছুটে যাই। গিয়ে দেখতে পাই বেশকিছু মহিষ মারা গেছে। মহিষগুলোর বিভিন্ন অর্গান স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। তিনটি মহিষ এখনো অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। মহিষের মৃত্যুর সঠিক কারণ আমরা এখনো জানতে পারিনি। অর্গান স্যাম্পল পরীক্ষা-নিরীক্ষা করে সঠিক কারণ জানা যাবে। 

মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের সিনিয়র সহকারী পরিচালক আহসান হাবীব বলেন, মহিষগুলোকে শেড থেকে মাঠে নেওয়ার পর কিছু মহিষ রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়ে। এ সময় ১৮টি মহিষ মারা যায়। মহিষগুলোর কেন মৃত্যু হয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। পোস্টমর্টেমের জন্য স্যাম্পল ঢাকায় পাঠানো হয়েছে। পোস্টমর্টেমের রিপোর্ট পেলে মহিষের মৃত্যুর কারণ জানা যাবে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত