বাগেরহাটে ব্লাড ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন সেবা চালু
প্রকাশ: ২ জুলাই ২০২১, ১৯:৫২ | আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ২০:১৮
বাগেরহাটে ব্লাড ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করা হয়েছে। শুক্রবার(০২ জুলাই) দুপুরে বাগেরহাট শহরের সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোছাব্বেরুল ইসলাম ।
এসময় পৌরসভার কাউন্সিলর কাজী তৌহিদুর রহমান জনি, যমাঋড ব্যাংকের জেলা শাখার উপদেষ্টা এ্যাডভোকেট শিকদার ইমরান, সভাপতি মো. হাসান সহ সভাপতি শেখ জাহিদুল ইসলাম, আব্দুলাহ আল মাসুদ, সাধারন সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক আলজাবির সহ সদস্যরা উপস্থিত ছিল।
ব্লাড ব্যাংকের জেলা শাখার সভাপতি মো. হাসান বলেন, সারা দেশে করোনার সংক্রমণের হার বৃদ্ধি সাথে সাথে বাগেরহাটও দিন দিন বাড়ছে। এরমধ্যে কঠোর লকডাউন চলছে। এই অবস্থায় মানুষ সহজে রোগীদের অক্সিজেনের চাহিদা পূরণ করতে পারে তার জন্য আমরা ৪টি অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করেছি। কোন মুমুর্ষ রোগি অক্সিজেন প্রয়োজন হলে তখন আমরা বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌছে দিবো।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত