বাগেরহাটে পুকুরে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

  স্টাফ রিপোটার,বাগেরহাট

প্রকাশ: ২৮ জুলাই ২০২২, ১৯:৫৮ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ০৩:০৯

বাগেরহাটের শরণখোলা উপজেলায় বুধবার দুপুরে খেজুরবাড়ীয়া গ্রামে পুকুরে ডুবে নাসরুল্লাহ (৮) নামে  শারিরিক প্রতিবন্ধী একটি  শিশু মারা গেছে। শিশুটি ঐ গ্রামের আনোয়ার শেখের ছেলে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, বুধবার দুপুরে উপজেলার খেজুরবাড়ীয়া গ্রামের আনোয়ার শেখের শারিরিক প্রতিবন্ধী শিশু পুত্র নাসরুল্লাহ সবার অলক্ষ্যে বাড়ীর পুকুরে পড়ে পানির নিচে ডুবে যায়। পরিবারের লোকজন শিশুটিকে কোথাও না দেখতে পেয়ে পরে পুকুরে নেমে তল্লাশী করে মৃত অবস্থায় লাশ উদ্ধার করে। এঘটনায় কারো কোন অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত