বাগেরহাটে নিখোঁজের ১০ দিন পর শিশু ভ্যানচালকের মরদেহ উদ্ধার

  হেদায়েত হোসেন, বাগেরহাট

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ১২:৫১ |  আপডেট  : ১৪ এপ্রিল ২০২৪, ২২:৫৬

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় নিখোঁজের ১০ দিন পর সাব্বির শেখ (১৫) নামে এক শিশু ভ্যানচালকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার কাচনা ওয়াপদা সড়কের মেসার্স গোলেনুর  এন্টারপ্রাইজ নামীয় একটি পাকা দোকানের নীচ থেকে বুধবার (১৮ জানুয়ারী) শিশুর মৃতদেহটি উদ্ধার করে। নিহত সাব্বির শেখ খুলনা তেরখাদা উপজেলার কুশলা গ্রামের দরিদ্র বোরহান শেখের ছেলে। গত ৯ জানুয়ারী সাব্বির শেখ বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়ে নিখোঁজ হয়।

সাব্বিরের বাবা শেখ বোরহান জানান, "সংসারে আয়ের জন্য গত ৯ জানুয়ারি সকাল ১০টার দিকে বাড়ি থেকে ভ্যান চালাতে বের হয় আমার ছেলে। এরপর দুপুর আড়াইটার দিকে আমি মোবাইল করলে আমার ছেলে বলে, যাত্রী নিয়ে তেরখাদা যাচ্ছি, বিকেলের দিকে বাড়ি আসবো। এরপর ছেলে ফিরে না আসায় সন্ধ্যার দিকে মোবাইল করে আর সংযোগ পাওয়া যায় নাই। পরে সম্ভাব্য সব খানে খুঁজে না পেয়ে ১১ জানুয়ারি তেরখাদা থানায় একটি জিডি করি। এক পর্যায়ে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চুনখোলা কাচনা এলাকায় ওয়াপদা সড়কের পাশে একটি দোকানের নিচে আমার ছেলের লাশ পাওয়া যায়। এর কিছুদিন আগে আমার ছেলে মসজিদে নামাজ আদায় করতে গেলে একটি ভ্যান চুরি করে নিয়ে যায়। তারাই আমার ছেলের কাছে থাকা মোবাইল ও ভ্যান নিয়ে তাকে হত্যা করেছে। আমি এদের বিরুদ্ধে মামলা দায়ের করবো।" মোল্লাহাট থানার ওসি সোমেন দাশ জানান, "স্থানীয় সূত্রে জানতে পেরে কাচনা এলাকা থেকে লাশ উদ্ধার ও শনাক্ত করা হয়। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। যেহেতু এর পূর্বে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট তেরখাদা থানায় মিসিং ডাইরি করা আছে, সেহেতু উক্ত থানায় মামলা দায়ের করা যাবে।"

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত