বাগেরহাটে নারীর প্রতি সহিংসতার কারণ ও প্রতিকার বিষয়ে কর্মশালা

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২২, ১৯:০৪ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ০৩:১৮

বাগেরহাটে নারীর প্রতি সহিসংতার কারণ ও প্রতিকার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ ডিসেম্বর) দিনব্যাপি বাগেরহাট শহরের ধানসিড়ি মিলনায়তনে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) এর পজেটিভ চেঞ্জ জেন্ডার এ্যান্ড হার্মফুল বিহ্যাবিয়ার ফর ইনক্লুসিভ এ্যান্ড রেজিলিয়েন্ট কমিউনিটিজ প্রকল্পের অধীনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বক্তব্য দেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিতুর রহমান পল্টন, আরআরএফের প্রকল্প সমš^য়ক নার্গিস সুলতানা পিয়া, প্রশিক্ষন কর্মকর্তা তাপস কুমার দত্ত প্রমুখ। 

কর্মশালায় নারীর প্রতি সহিংসতার কারন ও প্রতিকার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেই সাথে  নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের গনমাধ্যমকর্মী ও এনজিও প্রতিনিধিদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় বাগেরহাটে কর্মরত বিভিন্ন গনমাধ্যমের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, শিক্ষার্থী ও নারী নেত্রীগণ অংশগ্রহন করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত