বাগেরহাটে নদী ভাঙ্গনে বসতঘর ভেঙ্গে বিপাকে কয়েকটি পরিবার

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২১, ২০:১৫ |  আপডেট  : ২২ নভেম্বর ২০২৪, ১৫:৩১

বাগেরহাটের সদর উপজেলার পূর্বসায়ড়া গ্রামের ভুটিয়ামারি নদী ভাঙ্গনে কয়েকটি পরিবারের বসতঘর, রান্নাঘর ,গোয়াল ঘর,বাথরুম ভেঙ্গে নদীর গর্ভে চলে গেছে। এতে ভুটিয়ামারি নদীর পাশের কয়েকটি পরিবার চরম আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। এলাকার সাধারন মানুষ নদী ভাঙ্গন থেকে রক্ষা ও সুন্দর ভাবে জীবন পরিচালনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। 

পূর্বসায়েড়া গ্রামের ভুটিয়ামারি নদীর পাশের বাসিন্দা শেখ তরিকুল ইসলাম জানান, আমার সম্পত্তি বলতে তেমন কিছুই নাই। ২ শতক জায়গার উপর ঘর বেধে জীবিকা নির্বাহ করি। গত ১৫ মে নদী ভাঙ্গনে আমার বসত ঘরের এক পাশ, রান্না ঘর ,বাথরুম,গোয়ালঘর ভেঙ্গে নদীর মধ্যে চলে যায়। এখন বসত ঘরের মাঝে ফাটল ধরছে। পরিবার নিয়ে চরম দঃচিন্তায় দিন কাটাতে হয় ,যে কোন সময়  ঘটতে পারে বড় দূর্ঘটনা । তিনি নদী ভাঙ্গন থেকে রক্ষা পেতে প্রশাসনের সহায়তা কামনা করেছেন। শুধু তরিকুল নন, ভুটিয়ামারি নদীর পাশের বাসিন্দা আকুব্বর শেখ,ফারুক সেখ ,আলিম সেখসহ একাধিক ভুক্তভোগী বলেন , নদী পুনঃ খননের সময় সিএস ম্যাপ অনুযায়ী খনন না করে বাস্ত বাড়ির উপর থেকে পুনঃ খনন করা হয়েছে । তখন বাধা প্রদান করা হলেও আমাদের কথা কর্নপাত করেনি। তারা জানান,তাদের এই ইচ্ছা খুশিমত নদী পুনঃখননের জন্য এই ভাঙ্গনের ঘটনা ঘটেছে। 

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম বলেন, নদীর পাড়ে অবস্থিত কয়েকটি পরিবার ভাঙনের কবলে পড়েছে বলে জানা গেছে। সরেজমিনে পরিদর্শনের পর পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত