বাগেরহাটে গ্রাম আদালতের সমন্বয় সভা

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২২, ১৮:০৯ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ১৪:৫৪

গ্রাম আদালত যথাযথ কাজ করলে তৃণমূল পর্যায়ে হানাহানি, দ্বন্দ অনেকাংশে হ্রাস পাবে। দরিদ্র মানুষ উপকৃত হবেন। একইসাথে বিচারিক আদালতের ওপর মামলার চাপ কমবে।’ গতকাল বাগেরহাটে গ্রাম আদালত কার্যক্রমের আগ্রগতি ও পরিচালনায় দিক-নির্দেশনা বিষয়ে দিনব্যাপী সমš^য় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান এ কথা বলেন। 

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্টিত এ সভায় বিশিষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মো: হাফিজ-আল আসাদ। সভায় জেলার গ্রাম আদালত প্রকল্পভূক্ত ৪২ টি ইউনিয়ন পরিষদের সচিব ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর অংশ গ্রহন করেন। জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগের অধীন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের এ সমন্বয় কার্যকর গ্রাম আদালত কর্মকান্ড আরও গতিশীল করতে মতামত উপস্থাপন করেন, সিনিয়র ক্যাপাসিটি ভেভেলপমেন্ট অফিসার এনামূল হক খসরু, ন্যাশনাল কনসালটেন্ট উজ্জ্বল কুমার দাস চৌধুরী, ডিএফএলজিএসপি পার্থ প্রতিম সেন, ফ্যাসিলেটেটর জগন্নাথ দেব, ইউপি সচিব শশাঙ্ক শেখর মজুমদার, ইরাবতী মজুমদার, শহীদুল ইসলাম, নূরুল ইসলাম, ঢালী মাহাবুবুর রহমান, বিকাশ চন্দ্র বিশ্বাস প্রমুখ।  

গ্রাম আদালত টেকসইকরণে দিক-নির্দেশনা মূলক বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান আরও বলেন, গ্রাম আদালতের সেবা বিচারপ্রার্থী মানুষের কাছে পৌছে দিতে শত ব্যস্ততার মধ্যেও ইউপি চেয়ারম্যনগণ গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করছেন। এ ক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিত এবং নির্ধারিত সময়ে সেবা নিশ্চিত করতে হবে। তবে কোন কোন চেয়ারম্যান শালিশে আগ্রহী হলেও গ্রাম আদালতের প্রতি মাঝে মধ্যে উদাসীন থাকেন, ডকুমেন্টেশন হয় না, যা কোন অবস্থাতেই কাম্য নয়। জনগণের সেবক হিসেবে সরকারী নির্দেশনার বিষয়ে আরও সচেতন হবার জন্য তিনি আহব্বান জানান। অংশ গ্রহনকারী ইউপি সচিবগণ জেলা ও উপজেলা পর্যায়ে এ ক্ষেত্রে কো-অর্ডিনেটর নিয়োগ আবশ্যক বলে উল্লেখ করেন। 

সমাপনী বক্তব্যে ডিডিএলজি খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম বলেন, গ্রাম আদালত অত্যন্ত গুরুত্বপূর্ন প্রকল্প। এর মাধ্যমে প্রান্তিক পর্যায়ে হয়রানীর শিকার মানুষ উপকৃত হচ্ছেন। তাই ইউপি সচিবদের এ কার্যক্রম শক্তিশালীকরণে ভূমিকা রয়েছে।’ তিনি সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার ও অপচয় রোধসহ স্বাস্থ্য সুরক্ষায় আরও সচেতন হবার আহব্বান জানান। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত