বাগেরহাটে করোনায় শতকে পৌছালো মৃত্যু, আক্রান্ত সাড়ে চার হাজার

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২১, ২০:৫৫ |  আপডেট  : ৩ মে ২০২৫, ০২:৫৪

বাগেরহাটে গেল ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে বাগেরহাট জেলায় করোনা আক্রান্ত মৃত্যুর সংখ্যা একশতে পৌছাল। গেল ২৪ ঘন্টায় ৪৫১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৪ হাজার ৫৬৫ জনে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৩ হাজার ২৫১ জন। বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও বাড়িতে করোনা আক্রান্ত ১ হাজার ২১৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। রবিবার(১১ জুলাই)দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এসব তথ্য জানিয়েছেন।

আক্রান্তদের মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ৪৫ জন, মোল্লাহাটে ২৭, ফকিরহাটে ৩২, চিতলমারী ৪, মোড়েলগঞ্জে ৭, রামপালে ৪, মোংলায় ৯ এবং শরণখোলায় ১৬ জন রয়েছে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, বাগেরহাটে গেল ২৪ ঘন্টায় ৪৫১ জনের নমুনা পরীক্ষায় ১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে।শতকরা হিসেবে শনাক্তের হার দাড়িয়েছে প্রায় ৩২ শতাংশ।এটা সংক্রমণের হারের দিক থেকে কিছুটা কম। তবে পরিস্থিতি এখনও অনেক খারাপ। এই অবস্থায় জনগনকে আরও বেশি সতর্ক ও স্বাস্থ্যবিধি মানার আহবান জানান তিনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত