বাগেরহাটে কথিত জ্বীনের বাদশা আটক

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ২০:২২ |  আপডেট  : ১৪ মে ২০২৪, ০৯:৫২

বাগেরহাটে জ্বীনের বাদশা পরিচয়দানকারী হানিফ ঢালী [৩৫] নামের এক প্রতারককে আটক করা হয়েছে। শনিবার [২৩ অক্টোবর] গভীর রাতে বাগেরহাট জেলার রামপাল উপজেলার ফয়লাহাট এলাকা থেকে হানিফকে আটক করে র‍্যাব-৬ এর সদস্যরা। এসময় হানিফের কাছ থেকে প্রতারনার কাজে ব্যবহৃত ১০টি সীমকার্ডসহ ০১টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আটক হানিপ ঢালী রামপাল উপজেলার সোবহান ঢালীর ছেলে।

রবিবার (২৪ অক্টোবর) বিকেলে র‍্যাব-৬ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোঃ বজলুর রশীদ এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রতারক হানিফ ঢালী বিভিন্ন সময় একাধিক বিকাশ নম্বরের মাধ্যমে প্রতারনার করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামপাল থানায় হন্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত