বাগেরহাটে ইয়াবাসহ যুবক আটক

  স্টাফ রিপোটার,বাগেরহাট

প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৩, ১৩:৫৮ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ২০:৩২

বাগেরহাটের মোল্লাহাট থানা পুলিশ অভিযান চালিয়ে তোতা শেখ (২২) নামের একজন ভ্রাম্যমাণ মাদক বিক্রেতাকে ইয়াবাসহ হাতে-নাতে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া তোতা শেখ মোল্লাহাট উপজেলার সরশপুর গ্রামের কেরামত শেখের ছেলে।

মোল্লাহাট থানার ওসি সোমেন দাশ সোমবার (২ জানুয়ারি) জানান, মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসাবে রবিবার রাতে তোতাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তোতা শেখ ভ্রাম্যমাণভাবে ইয়াবা ট্যাবলেট বিক্রয় করছে বলে গোপন খবর পেয়ে উপজেলার কোদালিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রেকর্ড করা হয়েছে। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত