বাগেরহাটে ইউপি সদস্য প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ২০:১২ | আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০৫:২৫
বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য প্রার্থী শেখ মোস্তফা কামালের বিরুদ্ধে প্রতিদ্বন্দী প্রার্থী শেখ মোহন আলীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এসব অভিযোগে সদস্য প্রার্থী শেখ মোহন আলীর ভাই শেখ আঃ ছবুর সোমবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন। এসময়, ৯নং ওয়ার্ডের সদস্য প্রার্থী শেখ মোহন আলী, স্থানীয় শেখ তরিকুল ইসলাম, শেখ টুকু মিয়া, শেখ আব্দুর রশীদসহ মোহন আলীর সমর্থকরা উপস্থিত ছিলেন।
সদস্য প্রার্থী শেখ মোহন আলী বলেন, আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে চাই। এলাকায় আমাদের সমর্থক ও ভোটার অনেক বেশি। এই কারণে প্রতিদ্বন্দী প্রার্থী শেখ মোস্তফা কামাল নিজেকে হুমকীর অভিযোগ এনে চাচাতো ভাই তরিকুল ইসলামের বিরুদ্ধে থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন। এটি নিয়ে ষেখ মোস্তফা কামাল এলাকায় আমাদের সবার বিরুদ্ধে নানা রকম অপপ্রচার চালিয়ে যাচ্ছে। যার ফলে স্থানীয়ভাবে আমরা হেয় প্রতিপন্ন হচ্ছি। মূলত ভোটের মাঠে শেখ মোস্তফা কামাল পিছিয়ে পড়ায় এই অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
অভিযুক্ত শেখ মোস্তফা কামাল বলেন, অপপ্রচারের বিষয়টি মিথ্যা। আমি কোন অপপ্রচার করিনি। আমি শান্তিপূর্ণ ভোট চাই। বাগেরহাট জেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৯নং ওয়ার্ডে সদস্য পদে শেখ মোস্তফা কামাল, শেখ মোহন আলী ও দিপক সাহা প্রতিদ্বন্দীতা করছেন। ২৭ অক্টোবর প্রতিক বরাদ্দ এবং ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত