বাগেরহাটে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১১

  স্টাফ রিপোটার,বাগেরহাট

প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৩, ১৩:৩৮ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ১৩:৩৬

বাগেরহাটের রামপাল উপজেলায় গেল ইউপি নির্বাচনের জের ধরে আধিপত্য বিস্তার নিয়ে দুই-পক্ষের মারমারিতে উভয় পক্ষে ১১ জন কমবেশী আহত হয়েছেন। আহতদের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।রবিবার (১ জানুয়ারি) রাতে এ ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

আহতরা হলেন- উপজেলার আড়ুয়াডাঙ্গা গ্রামের ইউপি সদস্য গিয়াস উদ্দিন ফকির (৪৫), একই গ্রামের আজাহার শেখ (৫৫), হাসমত শেখ (৫৪), কামরুল শেখ (৩০), রেজাউল শেখ (৩০), রুহুল আমিন (৬৫), শাহাবুদ্দিন (৩০) এবং প্রতিপক্ষের সাতপুকুরিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য তৈয়ব মাঝির ছেলে আনিস মাঝি (৪৮), ইউনুস মাঝি (৫২) হাসিব মাঝি (৩৫) এবং হুরাইরা মাঝি (১৮)।এদের মধ্যে গুরুতর আহত কামরুল শেখ, আনিস মাঝি, ইউনুস মাঝি ও হাসিবকে খুমেক হাসপাতালে রেফার্ড করা হয়েছে। হাসপাতালে চিকিসাধীন আহতরা ও তাদের স্বজনরা জানান, পূর্ব থেকেই ইউপি নির্বাচনকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিলো। উভয়পক্ষ ক্ষমতাসিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। রবিবার সন্ধা সাড়ে ৭ টার দিকে আড়ুয়াডাঙ্গা গ্রামে আ. হাকিমের ছেলে সাইফুল নামের এক যুবককে আটকে রাখা হয়েছে এমন অভিযোগ পায় আনিস মাঝি। এ খবর পেয়ে আনিস মাঝিসহ তার লোকজন সাইফুল কে উদ্ধারে ঠাকুর পুকুর পাড়ে যান। সেখানে গেলে উভয়ের মধ্যে মারপিটের ঘটনা ঘটছে। 

আনিস মাঝি অভিযোগ করে বলেন, সাইফুলকে উদ্ধারে গেলে মেম্বার গিয়াস ও তার লোকজন আমাদের উপর হামলা করে। এ সময় তারা লোহার রড, হাতুড়ী ও রামদা দিয়ে আমাদের মারপিট ও কুপিয়ে মারাত্মক জখম করেছে। এ বিষয়ে ইউপি সদস্য গিয়াস উদ্দিন সাংবাদিকদের বলেন, ভূয়া গুজব ছড়িয়ে পূর্ব পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করে সন্ত্রাসী আনিস বাহিনী। তারা আমার মাথায় কুপিয়েছে ও কামরুলকে পেটে কুপিয়ে ভূড়ি বের করে দিয়েছে। আমি এর সঠিক বিচার চাই। রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, খবর পেয়ে তৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। কয়েকজন আহত হয়েছে। তবে কেউ লিখিতভাবে অভিযোগ পত্র দাখিল করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানা গেছে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত