বাংলালিংকের বিরুদ্ধে জেমসের মামলার শুনানি পিছিয়েছে

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ১১ এপ্রিল ২০২২, ১৩:৫২ |  আপডেট  : ২ মে ২০২৪, ০৮:১৭

কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে সংগীত তারকা জেমসের দায়ের করা মামলায় বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের ৪ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৬ মে পর্যন্ত পিছিয়েছেন ঢাকার একটি আদালত।

অভিযুক্ত ৪ জন হলেন- বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনের সিইও এরিক আস, চিফ কমপ্লায়েন্স অফিসার এম নুরুল আলম, চিফ করপোর্টে রেগুলেটরি অফিসার তৈমুর রহমান ও ভিএএসের প্রধান অনিক ধর।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস আজ সোমবার এ আদেশ দেন।আজকের শুনানির সময় জামিনে থাকা ৪ অভিযুক্তই আদালতে উপস্থিত ছিলেন।

কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ এনে বাংলালিংকের ৫ কর্মকর্তার বিরুদ্ধে গত বছরের ১০ নভেম্বর আদালতে মামলা করেন জেমস। পরে বাদীপক্ষ তালিকা থেকে ১ জনের নাম বাদ দেয়। মামলার বিচারক অভিযোগ আমলে নিয়ে অভিযুক্তদের আদালতে হাজির হওয়ার সমন জারি করেন।

এরপর ৪ জন একই আদালত থেকে স্থায়ী জামিন পান। মামলার নথি অনুসারে, বাংলালিংক জেমসের বেশ কিছু গান কলার টিউন ও ওয়েলকাম টিউন হিসেবে এবং বিজ্ঞাপনে ব্যবহার করছে। যা কপিরাইট আইনের লঙ্ঘন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত