বাংলাদেশে তফসিল প্রত্যাখান প্রসঙ্গ: ভারতের কোনো মন্তব্য নেই

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৩, ১০:৩৩ |  আপডেট  : ১৪ এপ্রিল ২০২৪, ১৯:৫১

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই তফসিল প্রত্যাখান করেছে কয়েকটি দল। এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে ভারতের কোনো মন্তব্য নেই বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি। বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের মতপার্থক্য থাকার কথাও স্বীকার করেননি এই মুখপাত্র।

গতকাল বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভারতের নয়া দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বাংলাদেশ প্রসঙ্গেও কথা বলেন অরিন্দম।

অরিন্দম বাগচি উল্লেখ করেছেন, বাংলাদেশের নির্বাচন কেমন হবে ও কীভাবে হবে, তা জনগণই ঠিক করবে। অতীতে ভারত কী ভূমিকা ছিল, বা ভারত সরাসরি এতে কোনো ভূমিকা রাখবে কিনা, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

অরিন্দম বলেন, ‘বাংলাদেশ আমাদের প্রতিবেশী। সেখানে কী ঘটে, তার ওপর অনেক কিছু নির্ভর করে। আমরা আমাদের মনোভাব জানিয়েছি। যুক্তরাষ্ট্র বা অন্য দেশেরও নিজস্ব মনোভাব আছে। এ ক্ষেত্রে 'মতপার্থক্য' শব্দটি হয়তো প্রযোজ্য নয়। 

 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত