বাংলাদেশি নির্মাতার পরিচালনায় কাজ করবে জিৎ
প্রকাশ: ১ ডিসেম্বর ২০২২, ১৫:৩১ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ০৮:৫৬
জিতের প্রযোজনা প্রতিষ্ঠান ‘জিৎ ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেড’ থেকে সিনেমা পরিচালনা করতে যাচ্ছেন বাংলাদেশি পরিচালক সঞ্জয় সমদ্দার। ছবির নাম ‘মানুষ’। সম্প্রতি অভিনেতার প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর চুক্তি হয়েছে। এই ডিসেম্বর মাসেই ছবির শুটিং শুরু হবে। প্রযোজনার পাশাপশি ছবিটিতে টালিউডের জনপ্রিয় এই নায়ক অভিনয়ও করবেন। নায়ক জিৎ তাঁর ফেসবুক ভেরিফাইড পেজে খবরটি প্রকাশ করেছেন। ৩০ নভেম্বর জিতের জন্মদিনও বটে। ‘ট্রল’, ‘অমানুষ’, ‘যে শহরে টাকা উড়ে’, ‘শিকল’সহ কনটেন্ট নির্মাণ করে আলোচিত হয়েছেন সঞ্জয় সমদ্দার। কিছুদিন আগেই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে তাঁর ওয়েব ফিল্ম ‘দাগ’ প্রশংসিত হয়। তবে এবারই প্রথম প্রেক্ষাগৃহের জন্য সিনেমা বানাচ্ছেন সঞ্জয়। দুই বাংলায় মিলিয়ে ‘মানুষ’ই হবে তাঁর প্রথম সিনেমা। ছবিটির শুটিং প্রস্তুতি জন্য বর্তমান কলকাতায় আছেন তিনি।
ছবিটির গল্প ও সঞ্জয়ের আগের কাজ দেখেই মূলত এ কাজ করার সুযোগ হয়েছে বলে জানালেন সঞ্জয়। তিনি বলেন, ‘জিৎ দাদা মৌলিক গল্প হিসেবে এ গল্পটি খুব পছন্দ করেছেন। তা ছাড়া আমার “যে শহরে টাকা ওড়ে”, “ট্রল”, “দাগ”-এর মতো কনটেন্টগুলো দেখে প্রশংসা করেছেন। সবকিছু মিলেই কাজটি করার সুযোগ হয়েছে।’
জিৎ ছাড়াও ছবিটির প্রযোজক হিসেবে, গোপাল মাদনানি ও অমিত জুমরানি।
কলকাতা থেকে গোপাল মাদনানি বলেন, ‘সঞ্জয়ের এ গল্পটি আমাদের খুব ভালো লেগেছে। তা ছাড়া তাঁর অনেকগুলো কাজ আমরা দেখেছি। ভালো কাজ করেন তিনি।’
পরিচালক জানান, নিয়তির সঙ্গে লড়াই ও বাস্তবতার গল্প ‘মানুষ’। এদিকে ‘মানুষ’ ছবিতে জিতের নায়িকা কে হচ্ছেন, তা এখনো প্রকাশ করেনি প্রযোজনা প্রতিষ্ঠানটি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত