বাংলাদেশকে হারিয়ে জাপানের প্রথম জয়

  ক্রীড়া সংবাদদাতা

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২১, ২০:৪৩ |  আপডেট  : ১৪ মে ২০২৪, ১৩:৩৩

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর বাংলাদেশকে নিয়ে আশার সঞ্চার হয়েছিল সমর্থকদের মনে। জাপানের বিপক্ষে আরও ভালো করবে দল- এমন প্রত্যাশা নিয়ে যারা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির বাংলাদেশের ম্যাচ দেখতে গিয়েছিলেন তাদের আশায় গুড়েবালি।

বাংলাদেশকে গোলের মালা পরিয়ে টুর্নামেন্টে প্রথম জয় পেয়েছে জাপানিরা। শনিবার মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জাপান হেসেখেলেই বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে।

প্রথম কোয়ার্টারে জাপানকে ঠেকিয়ে রাখলেও বড় ব্যবধানের হার এড়াতে পারেনি আশরাফুল-জিমিরা। ২০ মিনিট পর্যন্ত জাপানকে আটকে রেখে বাংলাদেশ প্রথম গোল হজম করে ২১ মিনিটে। গোল করেন কেনতা তানাকা।

২৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে রাইকি ফুজিশিমার গোল করলে জাপানের ব্যবধান দাঁড়ায় ২-০। ২৮ মিনিটে পেনাল্টি কর্নার পায় জাপান। কাজে লাগাতে পারেনি তারা। ৩৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক পায় জাপান। তৃতীয় গোল করেন কাতো রাইওসেই।

৪২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে কাতো রাইওসি গোল করে ব্যবধান বাড়িয়ে নেয় জাপান। কাতো রাইওসেই গোল করেন। জাপান শেষ গোল করে ৫৭ মিনিটে। সেরেন তানাকার গোল জাপানকে এনে দেয় ৫-০ গোলের বড় জয়।

বাংলাদেশ লিগপর্বের শেষ ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে রোববার।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত