বাংলাদেশকে সহায়তায় রাজি যুক্তরাজ্য: অর্থমন্ত্রী
প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২২ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৩:০৯
বাংলাদেশের আর্থিক খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্তরাজ্যের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।আর যুক্তরাজ্য বাংলাদেশকে সহযোগিতা করতে রাজি আছে বলেও জানিয়েছে তিনি।
বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, আর্থিক খাতের সংস্কার ও স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে পাশে থাকবে যুক্তরাজ্য।বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে বৈঠকে করেন মাহমুদ আলী ও সারাহ কুক। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা।
অর্থমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্ক দীর্ঘদিনের। যেহেতু তারা দীর্ঘদিন আমাদের সঙ্গে কাজ করছে, বাংলাদেশের অবস্থা বোঝে। তাদের এ ব্যাপারে অভিজ্ঞতা রয়েছে।তিনি বলেন, তারা আমাদের সহায়তা করতে চায়। তবে কোন কোন খাতে সেটি এখনই বলা যাবে না। সেগুলো নিয়ে আলোচনা চলছে।
অর্থনৈতিক সহযোগিতা চাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে মাহমুদ আলী বলেন, এটি নির্ভর করে তারা কীভাবে আমাদের সহযোগিতা করতে চায়। আমি বলেছি আপনারা তো এখানে বহুদিন ধরে আছেন।‘আমাদের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে। সুতরাং আপনারা দেখেন কীভাবে কী অফার করতে পারেন,’ বলেন তিনি।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত