বসন্ত রূপিণী- রাজু আহমেদ

  স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০১ |  আপডেট  : ২৬ এপ্রিল ২০২৪, ১৭:২৪

বসন্ত রূপিণী
রাজু আহমেদ

বসন্তে এসো তুমি মোর বাড়ি 
জোসনা রাতে করিব জড়াজড়ি।
লেপিয়া গায়ে গাঢ় হলুদ, দাড়িয়ে তুমি সম্মুখে 
বাহিরে সমীরণ-ধ্বনি, কালো মেঘ আকাশে।

শুনেছি সমুদ্র গর্জন,তুমি অতিশয় আগ্রহী
বুকে বুক মিলায়ে, সুখের নিঃশ্বাস দিয়েছি।
এই অবেলায় এড়াইতে তোমার  সংশয়
সংলগ্নে তোমার দেহ, স্পর্শে শিহরণ।
দিয়েছে  সমস্ত রাত্রি  জীবনের সুখ
হলুদ শাড়ির আঁচলে ঢাকা,লজ্জা ভরা মুখ।

শেয়ানা মেয়েটি এ দেহ ভালোবাসে
ক্ষেপে উঠেছে অঙ্গ, হয়েছে সর্বনাশ।
সিংহের মতো চেয়ে আছে, ভোরের বেলায় 
রাগে আছে দৃষ্টি,স্পষ্ট বোঝা যায়।
শেৎলা পড়া পুকুর ঘাটে  সুন্দরীরা অপেক্ষায় 
পাশের বাড়ির নতুন বউ, দাড়িয়ে আমতলায়।

ওহে বসন্ত রূপিণী এসেছো তুমি পুনরায় 
ছড়ায়ে রেখেছি হলুদ ফুল, ধবধবে সাদা বিছানায়।
বহুদিন ছিলাম তোমারই প্রতীক্ষায় 
আমার ভাঙা ঘরের ছোট্ট জানালায়।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত