বরেণ্য নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের স্ত্রী আর নেই
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০১ | আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ১৮:০৬
বরেণ্য নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদের সহধর্মিণী, বাংলা নাটকের নিঃশব্দ পথচারী, গওহর আরা মামুন মারা গেছেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতাল, ধানমণ্ডিতে চিকিৎসাধীন শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমা গওহর আরা মামুন বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন। তার জানাজা বুধবার (১৮ সেপ্টেম্বর) বাদ জোহর, ধানমণ্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে তার লাশ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সবার দোয়া প্রার্থনা করেছে তার পরিবার। মৃত্যুকালে তিনি তার পরিবার-পরিজনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত