বঙ্গোপসাগর থেকে দুটি ফিশিং ট্রলারসহ ৩১ ভারতীয় জেলে আটক

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২২, ১৯:৩০ |  আপডেট  : ৬ জানুয়ারি ২০২৫, ১৮:৫৩

বঙ্গোপসাগরে সুন্দরবন উপকূলে বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে দুটি ফিশিং ট্রলারসহ ৩১ ভারতীয় জেলেকে আটক করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। দুটি ফিশিং ট্রলারসহ আটক ৩১ ভারতীয় জেলেকে সাগর থেকে এনে বৃহস্পতিবার বিকালে কোস্টগার্ড মামলা দিয়ে মোংলা থানায় হস্তান্তর করেছে। 

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, বঙ্গোপসাগরে নিয়মিত টহল দেয়ার সময় বুধবার সন্ধ্যায় কোস্টগার্ডের জাহাজ বিসিজিএস মনসুর আলী বাংলাদেশের জলসীমায় ৭৭ নটিক্যাল মাইল ভিতরে সুন্দরবন উপকূলে দুটি ভারতীয় ফিশিং ট্রলার মাছ ধরতে দেখতে পায়। এসময়ে ভারতীয় ফিশিং ট্রলার দুটি পালিয়ে কোস্টগার্ডের জাহাজ দেখতে পেয়ে দ্রুত পালিয়ে যেতে থাকে। পরে কোস্টগার্ডের  সদস্যরা ধাওয়া করে এফভি মঙ্গল চান্দী-৩ ও এফভি মঙ্গল চান্দী- ২৫ নামের দুটি ফিশিং ট্রলারসহ ৩১ ভারতীয় জেলেকে আটক করে। দুটি ফিশিং ট্রলারসহ আটক ৩১ ভারতীয় জেলেকে সাগর থেকে এনে বৃহস্পতিবার বিকালে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরে আনা হয়। মোংলা থানা পুলিশ বলেছে, কোস্টগার্ডের পক্ষ থেকে অবৈধ অনুপ্রবেশ ও মাছ শিকারের অভিযোগে কোস্টগার্ডের পক্ষ থেকে মামলা দিয়ে ফিশিং ট্রলারসহ ভারতীয় জেলেদের থানায় হস্তান্তর করা হয়েছে। শুক্রবার সকালে এসব আটক ভারতীয় জেলেদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
 
মোংলা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, জব্দকৃত ভারতীয় ফিশিং ট্রলার দুইটিতে বিপুল পরিমান সামুদ্রিক মাছ রয়েছে। তাই ওই মাছগুলো নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারী কোষাগারে জমা করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত