বঙ্গবন্ধুর জন্মদিনে যা বললেন ঢালিউড তারকারা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২১, ১০:১৮ |  আপডেট  : ২১ জুন ২০২৪, ২৩:৩৫

বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। এই উপলক্ষে দেশব্যাপী চলছে নানা উৎসব, আয়োজন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবর রহমান ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। করোনা পরিস্থিতিতে জন্মশতবার্ষিকীর বেশ কিছু আয়োজন বাতিল করা হয়। এ বছর যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী উদযাপিত হচ্ছে তাঁর জন্মদিন। এই উপলক্ষে ঢালিউড তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন পোস্ট। সে রকম কিছু পোস্ট নিয়েই এ আয়োজন।

বঙ্গবন্ধুর কাছে রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতার চেয়ে সাংস্কৃতিক স্বাধীনতা গুরুত্বপূর্ণ: শাকিব

ঢালিউড তারকা শাকিব খান লিখেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি দেশের স্থপতি। স্বাধীনতার মহান নায়ক। রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতার চেয়ে তিনি সাংস্কৃতিক স্বাধীনতাকে অধিক গুরুত্বপূর্ণ মনে করতেন। এই মহান নেতার অমর বাণীকে আমরা সংস্কৃতির মানুষেরা চলার পথের পাথেয় মনে করি। তাঁর আদর্শ, পরিকল্পনা, ন্যায়নীতি, জীবন, চিন্তা, কর্ম থেকে শিক্ষা নিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি; তবেই এই মহান নেতার স্বপ্ন সফল হবে। ১০১তম জন্মবার্ষিকীতে শুভেচ্ছা ও শ্রদ্ধা।’

বঙ্গবন্ধুর স্বপ্নকে মানুষের নাগালে পৌঁছে দেওয়া আমাদের দায়: জয়া

 জয়া আহসান লিখেছেন, ‘এ যেন স্বপ্নের মতো একটি মুহূর্ত। আমাদের মুক্তির মহানায়কের জন্মদিনের শতবর্ষ পেরোল মুক্তিযুদ্ধেরই সুবর্ণজয়ন্তীতে। এ দেশের কোটি মানুষকে বন্দিদশা থেকে মুক্ত করার সংগ্রামে তাঁর জীবনের বড় একটা সময় তিনি কারাগারে পার করেছেন। তিনি আমাদের দিয়েছেন স্বাধীন একটি রাষ্ট্র। দিয়েছেন এই রাষ্ট্রের জন্য কিছু স্বপ্ন। সেসব স্বপ্নপূরণের স্বপ্নও তিনি আমাদের দেখিয়েছেন। আমাদের সবার দায়, সেসব স্বপ্নকে সব মানুষের নাগালে পৌঁছে দেওয়া।’

অপার বিস্ময়ে তাকাই বঙ্গবন্ধু আর ফজিলাতুন্নেছা মুজিবের চোখে: তিশা

নুসরাত ইমরোজ তিশা ফেসবুকে লিখেছেন, ‘প্রায় তিন মাস ধরে মুম্বাইয়ে বঙ্গবন্ধু বায়োপিকে কাজ করছি। তার আগে কয়েক মাসের পড়াশোনা আর প্রস্তুতি তো আছেই। তারও আগে ছোটবেলা থেকে এই মানুষটাকে নিয়ে জানাশোনা, আগ্রহ তো আছেই। যত বেশি বুঝতে পারছি, জানতে পারছি, ততই অপার বিস্ময়ে তাকাই বঙ্গবন্ধু আর ফজিলাতুন্নেছা মুজিবের চোখের দিকে। একজন মানুষ কীভাবে একটা ভূখণ্ডের মানুষের ইতিহাস বদলে দিতে পারে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার উৎকৃষ্ট উদাহরণ। শুভ জন্মদিন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান!’

বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ: সাইমন
একটি ছবি পোস্ট করে সাইমন সাদিক লিখেছেন, ‘হে বন্ধু, বঙ্গবন্ধু। আমরা কেন তোমার মতো আরেকজন নেতা পেলাম না? কেন আমরা আরেকজন দেশপ্রেমিক পেলাম না? কেন আমরা আরেকজন বন্ধু পেলাম না? তোমার জন্যই আমরা আজ অনেক গর্ব আর সম্মানের সঙ্গে বলতে পারি, আমি বাংলাদেশি বাঙালি। ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা এবং ভালোবাসা। তুমি মানেই বাংলাদেশ।’

এফডিসিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের বেশ কয়েকটি ছবি পোস্ট করে ওমর সানি লিখেছেন, ‘আমাদের ফিল্ম ক্লাবের নির্বাচনে পাস করার পর আমার কেবিনেটসহ হাজির হলাম, যেখানে শায়িত আছেন বঙ্গবন্ধু। শ্রদ্ধা, শ্রদ্ধা এবং শ্রদ্ধা।’ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত