বগুড়া-৪ আসনে উপনির্বাচনে আ'লীগের মনোনয়ন প্রত্যাশী রানার মনোনয়ন ফরম দাখিল
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২, ১৮:৩৯ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১১:৩৯
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে সংসদ সদস্য পদে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা দলীয় মনোনয়ন ফরম দাখিল করেছেন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে ঢাকার ধানমন্ডিস্থ বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে তিনি এ ফরম দাখিল করেন। সেসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সরফুল হক উজ্জল, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল হোসেন, আওয়ামী লীগ নেতা স্বপন চন্দ্র মহন্ত, শামীম শেখ, ফিরোজ কামাল ফারুক, তীর্থ সলিল রুদ্র, আনন্দ কুমার, মামুনুর রশিদ, আবু নোমান,আব্দুস সালাম, মোজাম্মেল হক, মোফাজ্জল হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক, যুবলীগ নেতা মোফাজ্জল বারী, আব্দুল মান্নান মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুভ আহমেদ প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত