বগুড়া সদরে একই রাতে তিন দোকানে চুরি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১২:৪০ | আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০২:০২

বগুড়ার আদমদীঘি উপজেলা সদরে একই রাতে তিনটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার (২৮ জুলাই) দিবাগত রাতে আদমদীঘি বাসস্ট্যান্ড-রেলস্টেশন যাবার মেইন রাস্তার সংলগ্ন মুদি দোকান, মোবাইল ফোন ও ঔষধের দোকানে এসব চুরির ঘটনা ঘটে। চোরেরা তিনটি দোকান থেকে টাকা, সিগারেট, মোবাইল ফোন ঔষধসহ সাড়ে তিন লাখের অধিক টাকার মালাাল চুরি করে নিয়ে গেছে। চুরি যাওয়া মুদি দোকান মালিক কালিপদ জানায়, গত সোমবার সারাদিন বেচাকেনা করে রাতে দোকান বন্ধ করে বাসায় যান। সকালে দোকান খুলতে এসে দেখেন তার দোকানের দরজার তালা ভাঙ্গা। তার দোকানের ক্যাশ বাক্স থেকে ৩০ হাজার টাকা, সিগারেট অন্যান্ন প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি যায়। মা টেলিকম মোবাইল ফোনের দোকান মালিক শফিকুল বলেন, একই কায়দার তার দোকান থেকে চোরচক্র মুল্যবান টাচ সহ বিভিন্ন ব্যান্ডের মোবাইল ফোন, ৫০ হাজার টাকার ফ্যাক্সি লোডের কার্ড ও ক্যাশ থেকে ৫ হাজার টাকাসহ প্রায় আড়াই লক্ষাধিক টাকার মালামাল চুরি যায়। এছাড়া শ্রী বিজয় ফার্মেসী নামের ঔষধের দোকানের দরজার তালা ভেঙ্গে কিছু ঔষধ চুরি যায়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বলেন, এসব ছিচকে চোর ধরতে তৎপরতা চলছে।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত