বগুড়া সংবাদ

  বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ৪ এপ্রিল ২০২৩, ১১:৪০ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ০৫:৪৭

আদমদীঘিতে এ্যাম্পলসহ গ্রেপ্তার-১

(হেদায়েতুল ইসলাম উজ্জ্বল)

বগুড়ার আদমদীঘিতে ১৫ পিস এ্যাম্পলসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে সান্তাহার পুলিশ ফাঁড়ি। গতকাল সোমবার দুপুরে এ ঘটনায় মাদকদ্রব্য আইনে থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত মাদক কারবারী সজল (২৮) নওগাঁ জেলার নিউ সাহাপুর (বাহারপট্টি) এলাকার বিপ্লব হোসেনের ছেলে। পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হাসান বলেন, রবিবার রাতে সান্তাহার পৌর শহরের স্টেশন রোডে একটি মুদিখানার দোকানের সামনে পাকা সড়কের উপর মাদক কেনা-বেচার উদ্দেশ্যে সজল ঘোরাফেরা করছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১৫ পিস নেশা জাতীয় এ্যাম্পল উদ্ধার করা হয়ে। সোমবার মাদক দ্র্রব্য আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।

 

যানজট নিরসনে মত বিনিময় সভা

(হেদায়েতুল ইসলাম উজ্জ্বল)

বগুড়ার আদমদীঘি উপজেলার জংশন ও পৌর শহর সান্তাহারে যানজট নিরসনে এক মত বিনিময় সভা সান্তাহার পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে। সান্তাহার পৌরসভার উদ্যেগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। পৌরসভা মিলানায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র তোফাজ্জল হোসেন। সভায় বক্তব্য রাখেন আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা, রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন, সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক রেদোয়ানুর রহিম, থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান, পৌরসভার মেয়র জার্জিস আলম, নজরুল ইসলাম, আলাউদ্দীন আলী, কামরুল ইসলাম, মোমতাজ আলী, সহকারি অধ্যাপক রবিউল ইসলাম, মাসুদ রানা, সাংবাদিক খায়রুল ইসলাম প্রমূখ। সভায় সান্তাহার শহরের যানজট নিরসনে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়। সিদ্ধান্ত বাস্তবায়নে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহয়তার আশ্বাস দেওয়া হয়।

গাবতলীতে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন রিপু এমপি

(আল আমিন মন্ডল)

রমজান মাস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় বগুড়া গাবতলীর দুটি ইউনিয়নের ৬’শ অসহায় পরিবারের মাঝ ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা চেয়ারম্যান রবিনের অর্থায়নে গাবতলীর দূর্গাহাটা ইউনিয়নের হাতিবান্ধা হাইস্কুল মাঠে এই ইফতার সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি জেলা আ’লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি। আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন ও উপজেলা আ’লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু। উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও নাড়–য়ামালা ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডলের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সদস্য রুমানা আজিজ রিংকি, দক্ষিণপাড়া ইউপি চেয়ারম্যান এ্যাডঃ রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, রেকসেনা আকতার, দূর্গাহাটা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মিঠু, উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদিকা নাজমা আক্তার, বগুড়া পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক জিহাদ আল হাসান জুয়েল, ইউনিয়ন আ’লীগের সভাপতি আজিজার রহমান, সাধারণ সম্পাদক কুড়ানু শাহ, পৌর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পিপুলসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এরআগে নিজ অর্থায়নে নেপালতলী ইউনিয়নের কদমতলীতে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফয়সাল খান জনি, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি রেকসেনা আকতার সাধারণ সম্পাদিকা নাজমা আকতার, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরেজ্জামান সিদ্দিকী, ইউনিয়ন আ’লীগের সভাপতি টিটু কাজী, সাধারণ সম্পাদক আব্দুল করিম প্রমুখ।

গাবতলীর সোনারায়ে আ’লীগের কমিটি ভেঙ্গে দেয়ার প্রতিবাদেবিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

(আল আমিন মন্ডল)

বগুড়া গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচিত কমিটি ভেঙ্গে দিয়ে অসাংগঠনিক প্রক্রিয়ায় আহব্বায়ক কমিটি গঠনের প্রতিবাদে গত রোববার বিকেলে সোনারায় ইউনিয়নের জামিরবাড়িয়া বাজারে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। ভেঙ্গে দেয়া কমিটির নেতৃবৃন্দের উদ্যোগে উক্ত বিক্ষোভ সমাবেশ ইউনিয়ন আ’লীগের সাবেক সহ-সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সোনারায় ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান সোনারায় ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান আলতাব। আরও বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগের সাবেক প্রচার সম্পাদক আমিনুর ইসলাম, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহবুবর রহমান, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবলু মিয়া, ওয়ার্ড সাধারন সম্পাদক প্রসান্ত পাল, সাধারন সম্পাদক মটু মিয়া প্রমুখ। এদিকে এ ঘটনায় সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান সোনারায় ইউপির চেয়ারম্যান মজিবুর রহমান আলতাব গত ৩০মার্চ বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক বরাবরে উক্ত কমিটির বিরুদ্ধে প্রতিকার চেয়ে একটি লিখিত আবেদন করেছে। মজিবুর রহমান আলতাব লিখিত বক্তব্যে বলেন, গত ২৫মার্চ-২০২৩ তারিখ বিকেলে কমিটি ভেঙ্গে দেয়ার প্রসঙ্গে পূর্বে থেকে আমাকে কোন কিছু অবগত না করে মন গড়াভাবে অসাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে উপজেলা আওয়ামী লীগ আহব্বায়ক কমিটি গঠন করেন। তারা স্বেচ্ছাচারিতার মাধ্যমে এইরুপ কর্মকান্ড গঠনতন্ত্র বিরোধী। এতে করে ব্যক্তি স্বার্থ রক্ষা হবে কিন্ত সংগঠন শক্তিশালী হবে না। তিনি এব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবাইদুল কাদেরের দৃষ্টি আকর্ষন করেছেন।


 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত