বগুড়া সংবাদ
প্রকাশ: ২১ মার্চ ২০২৩, ০৯:৩৯ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ১৪:০৬
আদমদীঘিতে ভুমিহীনদের গৃহ প্রদান সংক্রান্ত ইউএনও’র সংবাদ সম্মেলন
“আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” মুজিব শতবর্ষ উপলক্ষে ভুমিহীন ও গৃহহীনদের গৃহ প্রদান ৪র্থ পর্যায়ে সারা দেশ ব্যাপী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন। উক্ত উদ্বোধন অনুষ্ঠান ও আদমদীঘিতে গৃহ নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে গতকাল সোমবার সকালে নিজ কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার বলেন, উপজেলায় যাচাই-বাছাইয়ে ২৫৪ টি ভুমিহীন ও গৃহহীন পরিবার রয়েছে। এর মধ্যে ১৭০ টি গৃহহীনদের প্রধানমন্ত্রী উপহারের ঘর হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে উপজেলায় ১০০টি পরিবার, ২য় পর্যায়ে ২৫টি ও ৩য় পর্যায়ে ৪৫টি পরিবারের মাঝে উপহারের ঘর প্রদান করা হয়েছে। এছাড়াও প্রতি ১০টি পরিবারের জন্য একটি করে গভীর নলক‚পের ব্যবস্থা করা হয়েছে। আগামী ২২ মার্চ বুধবার মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশ ব্যাপী ৪র্থ পর্যায়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্ধোধনের মধ্য দিয়ে বগুড়ার জেলার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ছোটআখিড়া গ্রামে ৯টি,কোমারপুর গ্রামে ১৬টি,নশরতপুর ইউনিয়নের বিনাহালী গ্রামে ২২টি,দত্তবাড়িয়া গ্রামে ২৩টি,চাটখইর গ্রামে ৪টি,আদমদীঘি সদর ইউনিয়নের কুসম্বী গ্রামে ৮টি এবং সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামে ২টি মিলে মোট ৮৪টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে আশ্রয়নের ঘর হস্তান্তর করা হবে।
আদমদীঘিতে কৃষক-কৃষানীদের চার দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালার উদ্ধোধন
বগুড়ার আদমদীঘি উপজেলা পল্লী উন্নয়ন অফিসের আয়োজনে পল্লী উন্নয়ন দল/সমিতির সুফল ভোগীদের অংশ গ্রহনে চার দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালার উদ্ধোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা কৃষি অফিস হলরুমে প্রশিক্ষন কর্মশালা উদ্ধোধন করা হয়। এলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী,পল্লী উন্নয়ন অফিসার তৌহিদুর রহমান,কেন্দ্রীয় কৃষক সমবায় সমিতির সভাপতি মিজানুর রহমান বাবু,পল্লী উন্নয়ন অফিসের জুনিয়র হিসাব রক্ষক এনামুল হক প্রমুখ। চার দিন ব্যাপী এই প্রশিক্ষন কর্মশালায় উপজেলার ৪০জন কৃষক-কৃষানীকে মাঠ পর্যায়ে ফসল উৎপাদন বৃদ্ধি সহ কৃষি ক্ষেত্রে নানা দিকে নিয়ে প্রশিক্ষন দেয়া হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত