বগুড়ায় সিনিয়র সাংবাদিকদের আয়োজনে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ চত্বরে ঔষুধি গাছের চারা রোপণ

  বগুড়া প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০২১, ১৯:৫৭ |  আপডেট  : ২৪ নভেম্বর ২০২৪, ০১:৫৩

বগুড়ায় সিনিয়র সাংবাদিকদের আয়োজনে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্ধোধন করা হয়েছে। আজ শুক্রবার বাদ আছর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ চত্বরে বগুড়ার সিনিয়র সাংবাদিকদের উদ্যোগে এ-বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  করেন প্রধান অতিথি জেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা।

তিনি বলেন, আমাদের বেঁচে থাকার জন্য পরিবেশকে সুন্দর রাখতে হবে। বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলন মনে করে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। এ বছর সারা দেশে বিএনপি ৫ লাখ নিমের চারা রোপণের সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরো বলেন, তারেক রহমান দেশে থাকলে দেশের বিভিন্ন অঞ্চলে বৃক্ষ রোপন করতেন। একারণে তাঁর আহবানের সাড়া দিয়ে বৃক্ষ রোপন কর্মসূচী চলছে। আজ সাংবাদিকরা যে ভুমিকা রাখলো তাতে করে দেশের জনগন উদ্বুদ্ধ হবে।

এতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য এম আর ইসলাম স্বাধীন, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মীর সাজ্জাদ আলী সন্তোষ, সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মতিউল ইসলাম সাদী, সৈয়দ ফজলে রাব্বি ডলার, বগুড়া সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মির্জা সেলিম রেজা, সাধারণ সম্পাদক গণেশ দাস, সিনিয়র সাংবাদিক মহসিন আলী রাজু, রেজাউল হক বাবু, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মমিনুর রশিদ শাহিন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, দৈনিক দিনকাল এর বিশেষ প্রতিনিধি ও বগুড়া অফিস প্রধান কালাম আজাদ, বগুড়া ফল ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মাহমুদ শরীফ মিঠু, বগুড়া প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য ইনছান আলী শেখ, ফল ব্যাবসায়ী ও পরিবহন নেতা আলহাজ্ব শফিকুল ইসলাম আরফান, দৈনিক উত্তর কোন এর বার্তা সম্পাদক সাইফুল ইসলাম, জাফর আহমেদ মিলন, সাংবাদিক তোফাজ্জল হোসেন, ফটো সাংবাদিক আল আমিন, গোলজার হোসেন মিটু, মির্জা আহসান হাবীব দুলাল, সানাউল হক শুভ, বিএনপি নেতা আশরাফুজ্জামান প্রবাল প্রমুখ।

বৃক্ষ রোপন শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাঁর কনিষ্ঠ পূত্র মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের পেশ ইমাম মাওলানা বেলায়েত হোসেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত