বগুড়ায় মাদক বিরোধী অভিযানে পুলিশের বিরুদ্ধে ভাংচুর ও টাকা লুটের অভিযোগ

  শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৭ |  আপডেট  : ৬ জানুয়ারি ২০২৫, ১৮:৩৯

বগুড়ার শাজাহানপুরে দুরুলিয়া সাকিদারপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযানে গিয়ে আব্দুর রাজ্জাক বুলু (৮০) নামের এক বৃদ্ধের বসতবাড়ির আসবারপত্র তছনছ, দরজা ভাংচুর ও টাকা লুটের অভিযোগ উঠেছে থানা পুলিশের বিরুদ্ধে। অপরদিকে পুলিশ বলছে ওই বাড়িটি রবিউল ইসলাম ভোট নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ীর আত্মগোপনের স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ভোটের নামে ৬টি মামলা ও গ্রেফতারী পরোয়ানা রয়েছে। বৃদ্ধ আব্দুর রাজ্জাক বুলু সাংবাদিকদের জানিয়েছেন, তার জামাই রবিউল ইসলাম ভোট অনেক আগে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। কিন্তু নিজের ভুল বুঝতে পেরে পুলিশ সুপারের কাছে মুচলেকা এবং আদালতে আত্মসমর্পন করে সে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। কিন্তু তারপরও প্রায়ই পুলিশের অত্যাচারের শিকার হতে হচ্ছে। 

এক পর্যায়ে গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে থানার সেকেন্ড অফিসার ফারুকের নেতৃত্বে ১০-১২ জন পুলিশ দরজা ভেঙ্গে তার বাড়িতে প্রবেশ করে। এরপর বাড়ির ৪টি কক্ষে তল্লাশির নামে তছনছ করে এবং ৪৮ হাজার টাকা নিয়ে যায়। এ সময় তিনি না থাকলেও তার বৃদ্ধা স্ত্রী ফিরোজা বেগম (৭০) ও নাতনী সাথী আক্তার (৩০) ওই বাড়িতে ছিল। অপরদিকে বাড়ির দরজা ভাংচুর, আসবারপত্র তছনছ ও টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে অভিযানের নেতৃত্বে থাকা শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রউফ জানিয়েছেন, ওয়ারেন্টভুক্ত  আসামী রবিউল ইসলাম ভোট ওই বাড়িতে আত্মগোপনে আছেন এমন সংবাদে ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও করা আছে। অভিযান শেষে ঘরের সব কিছু ঠিক আছে কিনা তা খতিয়ে দেখতে বাড়ির লোকজনকে বলা হয় এবং স্বাক্ষর নেওয়া হয়। অভিযান শেষে পুলিশ সাক্ষর নিয়েছে কিনা জানতে চাইলে সাথী আক্তার বলেন, তাদের কাছ থেকে কোন সাক্ষর নেওয়া হয়নি। তার বাবার নামে কোন গ্রেফতারী পরোয়ানাও নেই। অথচ পুলিশ প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযানের নামে তাদেরকে হয়রানি করছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত