বগুড়ায় বিদুৎপৃষ্টে নিহত ১, আহত ১
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩, ১৭:৪১ | আপডেট : ৪ জানুয়ারি ২০২৫, ১৪:০০
বগুড়ার আদমদীঘিতে বিদুৎপৃষ্টে মাকাম আলী ওরফে মীম (২৩) নামের এক যুবকের মৃত্যু ও তার দাদি মনোয়ারা বিবি (৬৭) গুরুতর আহত হয়েছে। আহত দাদিকে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার (১১অক্টোবর) সকাল সাড়ে ৭ টায় আদমদীঘি সদর ইউপির দিঘড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মাকাম আলী ওরফে মীম ওই গ্রামের জাকারিয়া হোসেনের ছেলে।
জানাযায়, আদমদীঘি সদর ইউপির দিঘড়া গ্রামে মাকাম আলী ওরফে মীমের নিজ বাড়ির ঘরের স্টিলের মেইন দরজার পাশ দিয়ে দীর্ঘদিন যাবত বিদ্যুতের তার টেনে বাড়ি ভিতর নিয়ে বিদ্যুৎ ব্যবহার করে আসছিল। ওই বিদ্যুতের তারে দরজাটি বিদুতায়িত হয়। গতকাল বুধবার সকালে অজান্তে মাকাম আলী ওরফে মীম ওই দরজা খুলতে গেলে তাকে বিদ্যুতায়িত হয়ে ছটফট করতে থাকে।। এসময় তার দাদি মনোয়ারা বিবি তাকে উদ্ধারে গেলে তাকেও বিদ্যুস্পর্শ করে এতে দুইজনই গুরুতর আহত হয়। তাদের আদমদীঘি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাতি মোকাম আলী ওরফে মীমকে মৃত ঘোষনা করেন।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত