বগুড়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৮:২৭ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ০৮:২৫
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে সাব্বির হোসেন (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত সাব্বির রাজশাহীর বোয়ালিয়ার শালবল এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে। গতকাল বুধবার (২৭ সেপ্টম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের তারাপুর রেলগেট এলাকায় পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উওরা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সাব্বির হোসেনের মরদেহ উদ্ধার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, রেললাইনের ওপর দিয়ে পার হওয়ার সময় বা হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত