বগুড়ায় কাভার্ড ভ্যান-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত দুই, আহত তিন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৭:২৮ |  আপডেট  : ১৬ অক্টোবর ২০২৫, ১৫:২৬

বগুড়ার নন্দীগ্রামে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক ও নারীসহ দুই জন নিহত হয়েছে। সেসময় আহত হয়েছে শিশুসহ আরো তিনজন যাত্রী। রবিবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাসষ্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামের শফিকুল ইসলামের ছেলে অটোরিকশা চালক আরাফাত হোসেন (২২) ও একই ইউনিয়নের বিশা গ্রামের আলহাজ্ব নজরুল ইসলামের স্ত্রী হাওয়া বেগম (৪৫)। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সিএনজিচালিত অটোরিকশা নন্দীগ্রাম থেকে পাঁচজন যাত্রী নিয়ে বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্য ঘটনাস্থলে পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা একটি  কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালকসহ এক নারী নিহত হয়। এতে শিশুসহ আরো তিনজন যাত্রী গুরুত্বর আহত হয়েছে। পরে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। 

কুন্দারহাট হাইওয়ে থানার উপ-পরির্দশক সাজ্জাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই এবং নিহতদের মরদেহ উদ্ধার করি। তিনি আরো বলেন, অটোরিকশা ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে তবে কাভার্ড ভ্যানের চালক পলাতক রয়েছে। 

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত